X
রবিবার, ২৫ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নারীদের চাকরিতে সমান সুযোগ দিতে বঙ্গবন্ধুর নির্দেশ

উদিসা ইসলাম
১৯ জুন ২০২১, ০৮:০০আপডেট : ১৯ জুন ২০২১, ১০:২৫

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১৯ জুনের ঘটনা।)

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের শিক্ষিত অক্ষম নারীদের চাকরিতে সমান সুযোগদানের জন্য নির্দেশ দেন। চাকরিতে নারী প্রার্থীদের ক্ষেত্রে কোনও রকম বৈষম্য করা হবে না—এটা সুনিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু সকল মন্ত্রণালয়, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের প্রতি নির্দেশ দেন। নারীদের জন্য চাকরির সম্ভাব্যতা পরীক্ষা করে দেখা এবং অবিলম্বে এ সম্পর্কে তাদের সুপারিশ পাঠানোর জন্য প্রধানমন্ত্রী সকল মন্ত্রণালয়সহ উল্লিখিত প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন। দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সরকার যে কর্মসূচি নিয়েছে, নারীদের চাকরি সমস্যা সমাধানের জন্য বঙ্গবন্ধু তারই অংশ হিসেবে বিশেষ করে এই নির্দেশনা দেন।

এদিকে খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, দেশজ কাঁচামালের ভিত্তিতে প্রতিষ্ঠিত শিল্পের বিকাশে সাহায্য ও উৎসাহ দিতে সরকার সবধরনের সহায়তা দেবে। খবরে বলা হয়, এই দিন ((১৯ জুন) সকালে মুন্সিরহাট খাদি শিল্প সমবায় সমিতির একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন। খাদি প্রতিযোগিতায় পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত সুতা দিয়ে তৈরি খাদির কিছু নমুনা প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়।

দৈনিক ইত্তেফাক, ২০ জুন ১৯৭৩ শহরে বিনা অনুমতিতে মাইক ব্যবহার নিষিদ্ধ

ঢাকা জেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসাধারণকে স্মরণ করিয়ে দেয় যে, শহরে লাউড স্পিকার ব্যবহারের আগে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অতিরিক্ত পুলিশ সুপারের অনুমতি নিয়ে লাউড স্পিকার ব্যবহার করা যাবে।

তবে রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত কোনোভাবেই মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা অনুমতিতে লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ করা সত্ত্বেও শহরের বিভিন্ন এলাকায় কতিপয় লোক অনুমতি ব্যতীত অবিরাম মাইক ব্যবহার করে লোকের অসুবিধা সৃষ্টি করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

রেশন কার্ড উদ্ধারের কাজে সহযোগিতার আহ্বান

কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ঢাকার বিভিন্ন পাড়ায়-মহল্লায় ‘রেশন কার্ড উদ্ধার অভিযান’ পরিচালিত হয়। সংগ্রাম পরিষদ ঢাকার মিরপুর থেকে এই অভিযান শুরু করে। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ খাদ্যমন্ত্রীর কাছে অবিলম্বে সমগ্র কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা জন্য অনুরোধ হরে। সংগঠনের এক বিবৃতিতে রেশন কার্ড উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

ভুয়া রেশন কার্ড উদ্ধার অভিযান তদারকিতে খাদ্যমন্ত্রী এক সরকারি বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানান। এই দিন খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী ফনিভূষণ মজুমদার মহাখালী, মিরপুর ১২ নম্বর সেকশনে ও মগবাজার এলাকায় আকস্মিকভাবে পরিদর্শন করে ব্যক্তিগতভাবে ভুয়া রেশন কার্ড উদ্ধার কাজ তদারক করেন। এলাকাগুলো পরিদর্শনকালে তিনি সর্ব শ্রেণির লোকের সঙ্গে সাক্ষাৎ করে এরূপ অভিযানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। বাসস এই সংবাদ প্রকাশ করে।

বাংলাদেশ অবজাভার, ২০ জুন ১৯৭৩ আবারও প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি

আবারও প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, জলপাইগুড়ি ও আসাম থেকে আসা বন্যার স্রোত সীমান্তের নদ নদীগুলো দিয়ে প্রবল বেগে ধাবিত হওয়ায় দেশের পাঁচটি জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে শুরু করে। বন্যাকবলিত বিস্তীর্ণ অঞ্চল বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লালমনিরহাটে প্রাণহানির খবর পাওয়া গেছে। রংপুরে তিস্তা ও সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি
নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি
মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির
মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা