X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন উৎপাদনে সরকার, ইনসেপটা ও সিনোফার্মার মধ্যে চুক্তি শিগগিরই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৯:১৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:১৫

চীনের সিনোফার্মার সঙ্গে বাংলাদেশ সরকার ও ইনসেপটার যৌথ উৎপাদনের দ্রুত চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘তারা (চীন) যৌথ উৎপাদনের প্রস্তাব করেছে। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক তারা দিয়েছে এবং আমরা পেয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তা আছে। তাদের এটি সই করার কথা।’

মন্ত্রী বলেন, এটি দেরি করা ঠিক হবে না। কারণ, সই করার পরও মাস দুয়েক লাগবে। এই চুক্তিটি আহামরি কিছু না যে অনেক আইনজীবী লাগবে। যত দ্রুত সম্ভব স্বাস্থ্য মন্ত্রণালয়ের এটি শেষ করা উচিত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘তিনটি প্রতিষ্ঠান সই করবে এবং তারা হচ্ছে ওষুধ কোম্পানি, বাংলাদেশ সরকার এবং সিনোফার্মা। ওষুধ কোম্পানিটি হচ্ছে ইনসেপটা। তারা বড় আকারে আমদানি করে এখানে বটলিংসহ অন্যান্য কাজ করবে। এটি অনেক কম দাম পড়বে। আমার আশা এটি যেকোনও মুহূর্তে হবে।’

মন্ত্রী বলেন, সিনোফার্মার ৭০ লাখ টিকা আসছে এবং আরও আসবে। আজ তাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন আলোচনা হয় তখন তিনি বলেছিলেন, টিকা সরবরাহ মসৃণ হবে। এ জন্য তারা কয়েকটা প্রস্তাব দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যতটুকু দরকার সেটি যেন আগে জানানো হয়। কারণ, তাদের ওষুধের চাহিদা অনেক বেশি। আগে না বললে জোগান নিশ্চিত করা সম্ভব হবে না বলে তারা জানিয়েছেন।’

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
মে দিবসের কর্মসূচিতে এসে ‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
মে দিবসের কর্মসূচিতে এসে ‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল
বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার