X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

পিন্ডিতে তখনও চলছে টালবাহানা

উদিসা ইসলাম
২৬ আগস্ট ২০২১, ০৮:০০আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৮:০০

পাকিস্তানি প্রতিনিধিদলের নেতা আজিজ আহমেদ এদিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। ঘণ্টাব্যাপী আলোচনাকালে কয়েকটি নতুন প্রস্তাব দেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র সচিব প্রস্তাবগুলোকে ‘ব্যাপক’ বলে অভিহিত করেন।

খবরে বলা হয়, উপমহাদেশের মানবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা নিষ্ফল হয়েছে। এখনও কোনও দিকে কোনও ইতিবাচক আবহ দেখা যায়নি।

ভারত ও পাকিস্তানের ধারাবাহিক আলোচনা ব্যর্থ না হলেও ইতিপূর্বে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। এদিন বিকালে ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে উভয়পক্ষ আধাঘণ্টা আলোচনা করে। তিনি চলে যাওয়ার পরও ১৫ মিনিট আলোচনা চলে। পাকিস্তানের প্রতিনিধিদলে ছিলেন আজিজ আহমেদ, আব্দুস সাত্তার। ভারতীয় দলে ছিলেন পি এন হাকসার, কেবল সিং ও ডিপি ধর। আলোচনার পর অপেক্ষমান সাংবাদিকদের সামনে তারা দ্রুত গাড়ি চালিয়ে বের হয়ে যান। সাংবাদিকদের প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকতে দেওয়া হয়নি।

প্রতিনিধিদল চলে যাওয়ার পর সচিবালয়ের এক মুখপাত্র অপেক্ষমান সাংবাদিকদের জানান, উভয়পক্ষ আবারও বৈঠকে মিলিত হবেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি অজ্ঞতার কথা জানান। সকালে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতা আজিজ আহমেদ বিদেশমন্ত্রী শরণ সিংয়ের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। ভুট্টোর কাছ থেকে বিশদ নির্দেশ নিয়ে আসার পরও অচলাবস্থার অবসান না হওয়ায় উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়।

পিন্ডিতে তখনও চলছে টালবাহানা

ওয়াকিবহাল মহল এ পর্যায়ে আলোচনার ফল নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তারা বলেন, পাকিস্তান আগের চেয়ে যুদ্ধবন্দি মুক্তির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমান আলোচনায় এটা শুভলক্ষণ হলেও দেশে ফিরে যাওয়ার আগে পাকিস্তানি প্রতিনিধিদল কোন অবস্থান নেয় সেটাই দেখার বিষয়।

বন্দিশিবিরে আটক এক বাঙালির করুণ মৃত্যু
পাকিস্তানের বন্দিশিবিরে বাঙালিদের আটক রাখা হয়েছিল। সেখানে এক শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে নায়েক সুবেদার মোহাম্মদ ওয়ালীউল্লাহ নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। বাঙালি ওয়ালীউল্লাহ চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে।

স্বামীর চিকিৎসার জন্য তার স্ত্রী সেনাবাহিনীর লোকদের কাছে আবেদন জানালেও তারা কর্ণপাত করেনি। পরে সেখানে আটক আরেক বাঙালি ডাক্তারকে রোগী দেখার অনুমতি দেওয়া হয়। ওই ডাক্তার জানান, রোগী পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন। তাকে অবিলম্বে হাসপাতালে পাঠানোর প্রয়োজন। কিন্তু হাসপাতালে পাঠাতে অস্বীকৃতি জানায় পাকিস্তানি বাহিনী। পরে আরও অনেক আটক বাঙালি পাকিস্তানের কাছে আকুতি জানায়। অবশেষে কয়েক ঘণ্টা পর তাকে হাসপাতালে নেওয়ার অনুমতি পাওয়া গেলেও শেষতক বাঁচানো যায়নি ওয়ালিউল্লাহকে। ২২ আগস্ট পাকিস্তানিরা কিছু শিশু ও তাদের মায়েদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে ৪২ বাঙালি পরিবার ভারতে এলে জানা যায় জানুয়ারিতে ঘটে যাওয়া এ নির্মমতার কথা।

পিন্ডিতে তখনও চলছে টালবাহানা

নায়েক সুবেদার ওয়ালীউল্লাহর মৃত্যুর পর তার পরিবারকে খোরাকি ভাতা দেওয়া হয়নি। কারণ তিনি যুদ্ধে মারা যাননি। তার স্ত্রী সুরাইয়া বেগম জানান, তিনি তার স্বামীর পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকাও পাননি। পাকিস্তানিরা যখন তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় তখন তাকে কিছু কাগজপত্র পূরণ করতে ও তার অলঙ্কারের পরিমাণ জানাতে বলা হয়। সুরাইয়া বেগমের কিছু গয়না ছিল। তিনি সেগুলোর কথা পাকিস্তানকে জানান। পাকিস্তানি কর্মকর্তারা ওই গয়না রেখে দিতে চায়। তারা বলে সেগুলো পরে রেডক্রসের মাধ্যমে বাংলাদেশ থেকে নিতে পারবেন সুরাইয়া বেগম। এই শর্তে অস্বীকৃতি জানালে সেনাবাহিনীর লোকেরা সুরাইয়াকে হাসপাতালের একটি কামরায় নিয়ে যায় এবং তার গহনা ছিনিয়ে নেয়।

/এফএ/ইউএস/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আগামী অর্থবছরে সড়ক নিরাপত্তায় আলাদা বাজেট বরাদ্দের পরিকল্পনা
আগামী অর্থবছরে সড়ক নিরাপত্তায় আলাদা বাজেট বরাদ্দের পরিকল্পনা
৬৫ বছর বয়সে বোমান ইরানির কান অভিষেক
৬৫ বছর বয়সে বোমান ইরানির কান অভিষেক
মিয়ানমারের উপকূলে জাহাজডুবি, চারশোর বেশি রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা
মিয়ানমারের উপকূলে জাহাজডুবি, চারশোর বেশি রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা
সর্বাধিক পঠিত
খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা
খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক, সেনাপ্রধান স্তম্ভ: হেফাজত
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক, সেনাপ্রধান স্তম্ভ: হেফাজত