X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

তারেক জিয়ার সন্ত্রাসের কাছে বিএনপি নেতারা জিম্মি: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৯:২৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৯:২৮

তারেক রহমানের সন্ত্রাসের কাছে তার দলের নেতারা জিম্মি হয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, তাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়, তারা সে অনুযায়ী কাজ করেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

হানিফ বলেন, ‘বিএনপিতে অনেক শিক্ষিত ব্যক্তি আছেন। যাদের মধ‌্যে পৈশাচিক মানসিকতা নেই। কিন্তু তাদের নেতা এমন মানসিকতা লালন করে রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারেক জিয়ার সন্ত্রাসের কাছে উনারা জিম্মি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা অশিক্ষিত ব‌্যক্তির নির্দেশনা অনুযায়ী কথা বলেন। এমনটা জাতি প্রত্যাশা করে না।’

আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে হোক- আওয়ামী লীগ সেটাই চায় জানিয়ে হানিফ বলেন, ‘জনগণ যাদের পছন্দ করবে তাদের প্রতি রায় দেবে। এটা মেনে নেওয়ার মানসিকতা নিয়ে নির্বাচন করুন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের রায়ে সেই পদ্ধতি বাতিল হয়েছে। কেউ যদি চিন্তা করে মানুষ মেরে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দাবি আদায় করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

এ সময় শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘এবার সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ‌্যালয়কে জাতীয়করণ করেছে। ৩২৫টি হাইস্কুল এবং ৩৩১টি কলেজকে জাতীয়করণ করেছে। সাড়ে ৪ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করার মধ‌্য দিয়ে শিক্ষকদের প্রতি ‌যে শ্রদ্ধা, ভালোবাসা ও নৈতিক দায়িত্ব আছে সেটি পালন করেছেন বঙ্গবন্ধু কন‌্যা।’

হানিফ বলেন, শিক্ষকদের মধ্যে রাজনৈতিক বিভাজন শিক্ষার পরিবেশ নষ্ট করে। শিক্ষকদের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনটা হলে তারা সেই সম্মান ও মর্যাদার আসনে থাকবেন।

/পিএইচসি/এফএ/
সম্পর্কিত
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একান্ত সময়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
সর্বশেষ খবর
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ