গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। গতকাল ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতর মঙ্গলবার (১৯ অক্টোবর) জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জন নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে মোট মারা গেছেন ২৭ হাজার ৭৮৫ জন।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ৫৮ জেলায় করোনায় কেউ মারা যায়নি। আর মারা যাওয়া সাত জনের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় তিন জন এবং চট্টগ্রাম, কুমিল্লা, কুড়িগ্রাম ও কুষ্টিয়া জেলায় একজন করে রয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।