X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সেই বছর অক্টোবরে ভারত মহাসাগরে মার্কিন টাস্কফোর্স

সাদ্দিফ অভি
৩০ অক্টোবর ২০২১, ০৮:০০আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ২৮-৩০ অক্টোবরের ঘটনা।)

যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে অবস্থানরত তার শক্তিশালী সপ্তম নৌবহরের একটি অংশকে ভারত মহাসাগরে পাঠায়। মার্কিন টাস্কফোর্সের প্রধান মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএল জন হ্যানকক পাঁচটি ডেস্ট্রয়ার ও একটি তেলবাহী জাহাজসহ বিমানবাহী জাহাজটি ইতোমধ্যে মালাক্কা প্রণালী পার হয়ে এসেছে বলে জানান। এর ফলে মধ্যপ্রাচ্যের দু’পাশেই মার্কিন নৌবহর থাকবে। মার্কিন ষষ্ঠ নৌবহর আগে থেকেই ভূমধ্যসাগরে ছিল। ওয়াশিংটন থেকে অপর এক খবরে মার্কিন বিমানবাহী জাহাজের ভারত মহাসাগরে রওনা হওয়ার কথা উল্লেখ করা হয়। ভারত মহাসাগরের মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ করা হয়। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম মার্কিন রণতরী ভারত মহাসাগরে যাচ্ছে।

মার্কিন দেশরক্ষা দফতরের মুখপাত্র জেরি ডব্লিউ কেইজ হিম বলেন, গত সপ্তাহে সারা দুনিয়ায় মার্কিন সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তারই একটা অংশ হিসেবে এ জাহাজগুলোকে ভারত মহাসাগরে যেতে বলা হয়েছিল। মার্কিন সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রত্যাহার করা হলো। অথচ এ নির্দেশ কেন বহাল থাকলো, তিনি তার জবাব দিতে অস্বীকৃতি জানান।

দৈনিক ইত্তেফাক, ৩১ অক্টোবর ১৯৭৩

পরিচয় জানাতে অনিচ্ছুক কয়েকজন মার্কিন সরকারি কর্মচারী অবশ্য জানান, ভূমধ্যসাগরে সোভিয়েত নৌবহরের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রের উদ্বেগের এই কারণ। এ জন্য ভারত মহাসাগরে মার্কিন নৌবহর পাঠানো হয়েছে। তারা বলেন, সম্ভাব্য বিপদের আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া যুক্তিযুক্ত বলে বিবেচিত হয়।

ওয়াশিংটন থেকে এপি জানায়, ভূমধ্যসাগরে সোভিয়েত নৌবহর যুক্তরাষ্ট্রের চেয়ে অধিক শক্তিশালী, এ কথা মস্কোকে জানানোর জন্যই মনে হয় একটি মার্কিন নৌবহর ভারত সাগরের পাঠানো হয়েছে। ভূমধ্যসাগর ও ভারত মহাসাগরের মধ্যে সরাসরি যোগাযোগ নেই। কাজেই ভারত মহাসাগরে মার্কিন নৌবহরের উপস্থিতি কীভাবে সোভিয়েত নৌবহরের শক্তি বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।

তেয়াত্তরের নভেম্বরে আ. লীগের কাউন্সিল

২৩ থেকে ২৫ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের তিন দিনব্যাপী দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে বলে দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এদিন জানান। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ কথা জানানো হয়। অধিবেশন উদ্বোধন করবেন দলের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ডেইলি অবজাভার, ৩১ অক্টোবর ১৯৭৩

মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে ফাহমি-কিসিঞ্জার কী বলেন?

পশ্চিম এশিয়ার যুদ্ধবিরতি পাকাপোক্ত ও আরব-ইসরায়েল আলোচনার সূত্রপাত করার উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার এবং মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের বিশেষ দূত ইসমাইল ফাহমি ১৮ ঘণ্টা কম সময়ের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের আয়োজন করেন। ১৯৭৩ সালের এদিন তাদের প্রথম দফা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিমান থেকে নেমে ফাহমি আসন্ন বৈঠক অনুষ্ঠানের অনুরোধ জানান। কিসিঞ্জার এতে সম্মত হন। এদিন সন্ধ্যায় তারা ৯০ মিনিট আলোচনা করেন। মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত যে চিঠি পাঠিয়েছিলেন, তারা সে সম্পর্কে আলোচনা করেন। এরপর তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরের দিন আলোচনায় বসতে রাজি হন। বৈঠকের ফলাফল সম্পর্কে মার্কিন ও মিসরীয় কর্মকর্তারা চুপ থাকলেও ফাহমি ও কিসিঞ্জার সতর্কভাবে কিছু জানান। ফাহমি বলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ