X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আফ্রিকাতে কন্ট্রাক্ট ফার্মিং খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ০০:৪৭আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০১:২৫

আফ্রিকাতে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে বাংলাদেশ এবং ওই মহাদেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখার পাশাপাশি  উভয় অঞ্চলের জন্য এটি লাভজনক হবে। এজন্য কন্ট্রাক্ট ফার্মিং এর জন্য আফ্রিকার বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়। মঙ্গলবার আফ্রিকাতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের উপর এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কীভাবে এটি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফ্রিকান দেশগুলোতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর মাধ্যমে কন্ট্রাক্ট ফার্মিং এর জন্য ওই দেশের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব।

প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশে কৃষিখাতে যে উন্নতি হয়েছে সেটির সঙ্গে আফ্রিকানদের পরিচয় করিয়ে দেওয়ার সুপারিশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র সচিব বলেন, কন্ট্রাক্ট ফার্মিং এর জন্য পররাষ্ট্র, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করতে পারে। এর জন্য নির্দিষ্ট দেশ বেছে নিয়ে পাইলট প্রকল্প হাতে নেওয়ার বিষয়ে মত দেন তিনি।

তিনি বলেন, সম্ভাব্য দেশের সঙ্গে এ বিষয়ে আগে একটি কাঠামো চুক্তি করতে হবে। এছাড়া, আফ্রিকার বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের কৃষিখাতের অগ্রগতি তাদের দেখানো সম্ভব।

আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধি বলেন, আফ্রিকাতে কন্ট্রাক্ট ফার্মিং এর অনেক সম্ভাবনা আছে এবং এটিকে আমাদের খুঁজে দেখতে হবে। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগুনোর পরামর্শ দেন প্রতিনিধি। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ব্যবসায়ী প্রতিনিধিদের এই উদ্যোগে সামিল করার পরামর্শ দেন।

/এসএসজেড/এলকে/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ