X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

তিয়াত্তরে আবারও ঘূর্ণিঝড়, ত্রাণ তৎপরতা জোরদারে বঙ্গবন্ধুর নির্দেশ

উদিসা ইসলাম
০৯ ডিসেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৯ ডিসেম্বরের ঘটনা।)

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংশ্লিষ্ট সব সরকারি কর্মচারী, স্বেচ্ছাসেবী, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত উপকূলবর্তী দ্বীপগুলোতে দুর্গত জনগণের ত্রাণ-সাহায্য তৎপরতায় যোগদান করতে নির্দেশ দেন। দুর্গত এলাকায় সাহায্য সামগ্রী, ওষুধপত্র, শিশুখাদ্য অবিলম্বে পৌঁছানোর তিনি নির্দেশ দেন। খুলনা, পটুয়াখালী, বরিশাল ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে এদিন প্রচণ্ড ঘূর্ণিঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসও ছিল। বাসস জানায়, এদিন ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকার ন্যূনতম ১৩ ব্যক্তি মারা যান। বলা হয়, প্রধানমন্ত্রী দুর্গতদের সাহায্যের জন্য হারিকেন, লণ্ঠন ও টর্চলাইট সরবরাহের নির্দেশ দেন। রাতের বেলা ও সাহায্যদানে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য বঙ্গবন্ধু হারিকেন, লণ্ঠন ও টর্চলাইট সরবরাহের নির্দেশ দেন। বাংলাদেশ রেডক্রস সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য গাজী গোলাম মোস্তফা উপকূলবর্তী অঞ্চলের জনগণকে উদ্ধারের ব্যাপারে সরকারি কর্মচারীদের সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দেন।

দৈনিক ইত্তেফাক, ১০ ডিসেম্বর ১৯৭৩

ছাত্রলীগ কর্মীদের প্রতি নির্দেশ

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মনিরুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান সংগঠনের খুলনা, যশোর, বরিশাল ও নোয়াখালীর সব কর্মীকে দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত জনসাধারণকে সাহায্য করার নির্দেশ দেন। এক বিবৃতিতে ছাত্রলীগ নেতারা জনগণকে উদ্ধার ও রক্ষার জন্য বঙ্গবন্ধুর উদ্যোগের প্রশংসা করেন। ছাত্রলীগ কর্মীদের ত্রাণকার্য তদারকির জন্য এই দুই ছাত্রনেতা ঘটনাস্থলে  যাবেন বলে জানানো হয়।

ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী আবদুল মমিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং ত্রাণ ও পুনর্বাসন দফতরের কর্মচারীদের নিয়ে খুলনা ও মোংলার উদ্দেশে রওনা হবেন বলে জানানো হয়।

শান্তি সম্মেলনে মিসরের যোগদান

শর্ত সাপেক্ষে সিরিয়া, জর্ডান এবং একইসঙ্গে  ইসরাইল যদি অংশগ্রহণ করে, তবে জেনেভায় মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে মিসর যোগদান করবে বলে উল্লেখ করা হয়। শান্তি সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের তত্ত্বাবধানে অনুষ্ঠানের জন্য মিসর দাবি জানিয়েছে। মিসরের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—নিরাপত্তা পরিষদে প্রস্তাব বাস্তবায়নের আশ্বাসসহ নিরাপত্তা পরিষদ কর্তৃক সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো ও পরবর্তী পর্যায়ে প্যালেস্টাইন মুক্তি সম্মেলনে যোগদান। মিসরের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল ফাহমি ২৪ ঘণ্টায় কায়রোতে মার্কিন ও সোভিয়েত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।

ডেইলি অবজারভার, ১০ ডিসেম্বর ১৯৭৩ বাংলাদেশে জাতিসংঘের ত্রাণ তৎপরতা

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কুর্ট ওয়ার্ল্ড হেইম এদিন জানান, স্বাধীনতা লাভের পর গত দুই বছরে বাংলাদেশকে মোট ১৩২ কোটি ৪০ লাখ ডলার সাহায্য প্রদান করা হয়েছে। এই সাহায্যের মধ্যে ৩৪ কোটি ৬০ লাখ ডলার বহুপক্ষীয় এবং ৮৭ কোটি ডলার দ্বিপক্ষীয় সাহায্য প্রদান করা হয়েছে।

সেক্রেটারি জেনারেল বলেন, ‘এটা হচ্ছে জাতিসংঘের উদ্যোগে পরিচালিত সব ত্রাণ তৎপরতার মধ্যে বৃহত্তম।’ রিপোর্টে তিনি বলেন, বাংলাদেশের লোকদের খাদ্যদান ও যানবাহনের সব সুবিধা প্রদান করার জন্য বাংলাদেশে জাতিসংঘ সংস্থা আনরড-এর সঙ্গে ভালোভাবে আলোচনা করে ত্রাণকার্য সুনিশ্চিত করা হয়েছে। আনরড পহেলা এপ্রিল থেকে বাংলাদেশে ত্রাণকাজের দায়িত্ব গ্রহণ করে এবং ২১ ডিসেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবে। ওয়ার্ল্ড হেইম গত দুই বছরে বাংলাদেশে ভালো শস্য উৎপাদন হয়েছে বলে বিশেষ সন্তোষ প্রকাশ করেন।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
আদালতে ছাত্রলীগ নেতাকে দেখতে আসা ভাইকে মারধর, প্রাণ বাঁচাতে ঢুকলেন গারদে
আদালতে ছাত্রলীগ নেতাকে দেখতে আসা ভাইকে মারধর, প্রাণ বাঁচাতে ঢুকলেন গারদে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল
টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সম্প্রীতি জরুরি: পরিবেশ উপদেষ্টা
টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সম্প্রীতি জরুরি: পরিবেশ উপদেষ্টা
‘এনসিপিকে নির্বাচনবিরোধী আখ্যা দিয়ে কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে’
‘এনসিপিকে নির্বাচনবিরোধী আখ্যা দিয়ে কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে’
সর্বাধিক পঠিত
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানিযোগ্য পশু
ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানিযোগ্য পশু
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা
শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা