X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

‘যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অনুদানের হিসাব দেননি শিল্পকলার ডিজি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১৯:১২আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৯:২৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনে চেয়ারম্যান লিয়াকত আলী করোনাকালে থিয়েটার কর্মীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে আনা অনুদানের হিসাব দেননি বলে অভিযোগ করেছেন একই সংগঠনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ।

বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কার্যক্রম, সংকট ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ-ভাবনা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

বায়েজিদ বলেন, ‘আমার ও আমাদের অর্থ সম্পাদকের বিরুদ্ধে ২৯টি অভিযোগ তোলা হয়েছে। সেগুলো কী জানি না। কারা এতে সই করেছেন তাও জানা নেই। আমাকে অব্যাহতি দেওয়ার কোনও কাগজও পাইনি।’

গত ২২ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে ফেডারেশনের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে। তাতে তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়।

বায়েজিদ বলেন, ‘এই ফেডারেশন একটি সংবিধান অনুযায়ী চলে। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। কিন্তু কোনও অভিযোগের বিষয়ে আমাকে জানানো হয়নি। আমি আইনি অ্যাকশনে যাবো।’

তিনি অভিযোগ করে বলেন, ‘করোনাকালে কর্মীদের সাহায্যের জন্য চেয়ারম্যান আমার সই ছাড়া যুক্তরাষ্ট্রে একটি চিঠি দিয়েছিলেন। আমরা জানতে পেরেছি সেই সাহায্য এসেছে। কিন্তু সেই অর্থ বাংলাদেশ গ্রুপ থিয়েটারের কোনও অ্যাকাউন্টে জমা হয়নি। কোনও নথিতেও নেই। চেয়ারম্যান কাকে এই অর্থ দিয়েছেন সেটারও হিসাব নেই। আমি হিসাব দিতে বলেছিলাম, কিন্তু দেওয়া হয়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমি তো আমার অধিকারের জায়গা। সেই একাডেমির কার্যক্রম নিয়ে যখন সারা দেশে আমরা লজ্জায় পড়ে যাই, তখন কোনও না কোনোভাবে আমাদেরও দায় নিতে হয়। আমরা দায় থেকে মুক্তি চাই।’

তিনি আরও বলেন, ‘সারা দেশের থিয়েটারগুলো নিয়ে কনভেনশন করবো। সবার মতামতের ভিত্তিতে গ্রুপ থিয়েটার ফেডারেশনকে সাজাবো। সেখানে আমি থাকলাম কি থাকলাম না তা দেখার বিষয় নয়। আমি চাই সংগঠন বেঁচে থাকুক, সুন্দর থাকুক।’

তিনি আরও বলেন, ‘সংগঠনটি বিভিন্ন অনুদান ও সদস্যদের চাঁদায় চলে। আমরা ৬৪টি জেলায় নাট্যোৎসব করেছি। মন্ত্রণালয় থেকেও বিভিন্ন সময় অনুদান দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের সময় মাত্র ৭৪ টাকা ছিল। আমরা সাড়ে ৯ লাখ টাকা ঋণ নিয়ে কাজ শুরু করি। সেখানে এখন ৩৩ লাখ টাকা রয়েছে। এটা তো আমার ব্যক্তিগত টাকা নয়। এটি দেশের প্রত্যেক নাট্যকর্মীর। আমি এই টাকাগুলো এফডিআর করে রাখতে বলেছিলাম।’

এসময় তার সঙ্গে অর্থ সম্পাদক রফিক উল্লাহ সেলিমও উপস্থিত ছিলেন।

 

ছবি: জুবায়ের আহমেদ

/এসএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
পদত্যাগপত্র এখনও ঝুলে আছে, সিদ্ধান্ত সরকারের
কুমিল্লার ৮ মাসের বিদ্যুৎ বিল জমা দেয়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সর্বশেষ খবর
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, হায়দরাবাদের বিদায় 
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, হায়দরাবাদের বিদায় 
পর্দা নিয়ে শিক্ষিকার ফেসবুক পোস্টের জেরে সালিশ ডেকে ক্ষমা প্রার্থনা
পর্দা নিয়ে শিক্ষিকার ফেসবুক পোস্টের জেরে সালিশ ডেকে ক্ষমা প্রার্থনা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ