X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিশ্বমানের পুলিশ তৈরিতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ০১:২৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০১:২৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্বমানের পুলিশ তৈরিতে যা যা দরকার আমরা তাই করছি। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছুই পুলিশের জন্য করা হবে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে পুলিশ সপ্তাহ ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব বলেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা মনে করি পুলিশ সদস্যরা বর্তমানে যেভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও সেভাবেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও সফলতার সঙ্গে কাজ করে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তারা তাদের বেশকিছু অসংগতির কথা তুলে ধরেছেন। কাজের পরিধি বাড়ানোর জন্য, কাজের সুবিধার জন্য তাদের সুনির্দিষ্ট কিছু ডিমান্ড ছিল। তা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আমাদের মন্ত্রণালয় থেকে যেসব দাবিদাওয়া পূরণ করতে পারবো সেগুলো অচিরেই পূরণ করা হবে। যেসব দাবিদাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ প্রয়োজন সেগুলো নিয়ে আমরা উনার সঙ্গে কথা বলবো।

তিনি বলেন, আমরা মনে করি পুলিশের আরও দক্ষতা বৃদ্ধির জন্য তাদের একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। প্রতিষ্ঠানগুলোর আরও সক্ষমতা বৃদ্ধির যেসব দাবি এসেছে আমরা মনে করি, এসবের অধিকাংশই যৌক্তিক। যেগুলো আরও যৌক্তিক মনে করি, সেগুলো আলোচনার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। পুলিশের দক্ষতা এবং তাদের কাজে গতিশীলতা আনতে আরও যা যা প্রয়োজন তা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে আমরা ঢেলে সাজিয়েছি। যেমন নতুন নতুন ইউনিট সৃজন করেছি ঠিক সেভাবেই জনবল বৃদ্ধি করেছি। ২০০৮ থেকে আজ পর্যন্ত ৮২ হাজার জনবল বৃদ্ধি করেছি। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেসব ইউনিট প্রয়োজন ছিল সেগুলো আমরা প্রতিষ্ঠা করেছি।

তিনি বলেন, পুলিশের যে সক্ষমতা, যেমন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশকে বারবার রক্ষা করেছে। এসব নিয়ে কথা হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস পুলিশ বাহিনী দমন করে এসেছে। পাশাপাশি তারা সুন্দরবনে জলদস্যু দমন করেছে। এর সবগুলোই তাদের সফলতা। এই বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে।

/আরটি/এমপি/
সম্পর্কিত
বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকি চিন জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে
সর্বশেষ খবর
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড