X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্যারিস ও বার্লিনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় ঢাকা

শেখ শাহরিয়ার জামান
০৪ মে ২০২২, ১৬:৪৪আপডেট : ০৪ মে ২০২২, ১৭:২৬

ইউরোপের সঙ্গে প্রায় ২ হাজার কোটি ডলারের বাণিজ্যের মধ্যে ফ্রান্স ও জার্মানির সঙ্গে লেনদেন হয় ১ হাজার ১০০ কোটি ডলারের মতো। বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি ওই দুটি দেশ থেকে বিনিয়োগও চায় বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে যাওয়ার পরে রাজনৈতিকভাবে দেশ দুটির গুরুত্ব আরও বেড়ে গেছে।

অন্যদিকে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও আঞ্চলিকভাবে রাজনৈতিক প্রভাবের কারণে ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের অন্য দেশগুলোর কাছে গুরুত্ব বাড়ছে। সব মিলিয়ে আগ্রহের ভিত্তিতে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় দুই পক্ষই।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্যারিস ও বার্লিনের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তাসহ সব বিষয়ে ভালো সম্পর্ক রয়েছে। চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করেছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি দুটি ভিন্ন অনুষ্ঠানে মিউনিখ ও প্যারিস সফর করেছেন। ফলে কোভিড-পরবর্তী সময়ে যোগাযোগ অনেক বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশের আগ্রহ

২০২৯ সালের পরে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে স্বল্পোন্নত দেশ হিসেবে শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। ফলে ওই বাজারে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখা সম্ভব হলে স্বয়ংক্রিয়ভাবে ফ্রান্স ও জার্মানির বাজার ঠিক থাকবে।

মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, বাণিজ্যিক অংশীদার হিসেবে দেশ দুটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া বিনিয়োগও চাই আমরা।

বাংলাদেশ কোন কোন খাতে বিনিয়োগ পেতে আগ্রহী জানতে চাইলে তিনি বলেন, কেমিক্যাল শিল্পে জার্মানি অত্যন্ত ভালো। এছাড়া ইলেকট্রিক গাড়ি তৈরির জন্য কোনও কোম্পানিকে আনা সম্ভব হলে ওই খাতে বাংলাদেশের অনেক উন্নতি হবে।

ফ্রান্সের বিষয়ে তিনি বলেন, দেশটির সঙ্গে আমরা এভিয়েশন এবং অ্যারোনোটিকসে কাজ করতে আগ্রহী। ফ্রান্সের কোম্পানি থ্যালাসের কাছ থেকে স্যাটেলাইট কেনা হয়েছে এবং তাদের এয়ারবাস এখানে প্লেন বিক্রি করতে চায়। ইস্টার্ন রিফাইনারি ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেও কাজ করছে ফ্রান্স।

ফ্রান্স-জার্মানি কী চায়

ইউরোপের পণ্য তুলনামূলক দাম বেশি। ফলে বাংলাদেশের সাধারণ ভোক্তাদের কাছে সেগুলো বিক্রির সম্ভাবনা কম। সেজন্য যন্ত্রপাতি, যন্ত্রাংশ, নিরাপত্তা সামগ্রী বিক্রি করার জন্য ভালো বাজার বাংলাদেশ।

আরেকজন কর্মকর্তা বলেন, স্যাটেলাইট, ই-পাসপোর্ট, প্লেন, কেমিক্যাল, কলকারখানার যন্ত্রপাতিসহ অন্যান্য বাণিজ্যিক পণ্য ওই দেশ বিক্রি করতে চায়।

তিনি বলেন, স্যাটেলাইট বিক্রি করেছে ফ্রান্স। অন্যদিকে ই-পাসপোর্টের কাজ পেয়েছে জার্মানি। এছাড়া জার্মানি থেকে বিমান বাহিনীর জন্য ২৪টি প্রশিক্ষণ প্লেন ক্রয় করা হয়েছে।

নিরাপত্তা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে উভয় দেশের আগ্রহ আছে জানিয়ে তিনি বলেন, ফ্রান্স ইতোমধ্যে উপ-ডিফেন্স অ্যাটাশের পদ সৃজন করেছে। এছাড়া এয়ারবাসের একটি প্লেন সম্প্রতি প্রমোশনাল ট্যুরে বাংলাদেশ ঘুরে গেছে।

তিনি বলেন, উভয় পক্ষই সম্পর্কের মাত্রা ও গভীরতা বৃদ্ধিতে আগ্রহী। এজন্য সামনের দিনগুলোতে রাজনৈতিক যোগাযোগ আরও বেশি বৃদ্ধি পাবে।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী