X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘সামনের পাঁচ বছর গেম-চেঞ্জার’

শেখ শাহরিয়ার জামান
১৮ জুলাই ২০২২, ০০:০৫আপডেট : ১৮ জুলাই ২০২২, ০০:০৫

বিশ্ব ব্যাংকের তথ্য বলছে, ১৯৭২ সালে বাংলাদেশের দেশজ উৎপাদন ছিল ৬২৯ কোটি ডলার। ২০০৯-এ বেড়ে দাঁড়ায় ১০ হাজার ২০০ কোটি ডলারে। এখন বাংলাদেশের অর্থনীতি ৪০ হাজার কোটি ডলারের সমান। এই প্রবৃদ্ধি আরও এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে কূটনীতি। সে জন্য দ্রুত পদক্ষেপ নিয়ে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নেওয়াই এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ্য।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০০৯-১০ সালে বলা হয়েছিল বাংলাদেশের অর্থনীতি একসময় ৫০ হাজার কোটি ডলারে পৌঁছাবে। ওই সময় এটাকে অবান্তর মনে হয়েছিল। এখন তা বাস্তবে হতে যাচ্ছে। আমার বিবেচনায়, আগামী সাত বছরে বাংলাদেশের রফতানি ১০ হাজার কোটি ডলারে পৌঁছাবে।’

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে, আমাদের অনেক দ্রুত প্রস্তুতি নিতে হবে।’

কোভিড ও ইউক্রেন যুদ্ধের কারণে অনেক চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগও তৈরি হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সামনের দিনগুলোতে বাংলাদেশের সুযোগ অনেক বেশি। প্রচুর বিদেশি কোম্পানি বিকল্প উৎস খুঁজছে।’

বিকল্প উৎসের মধ্যে ভারত বেশি সুযোগ পাবে, এটি ধরে নেওয়া যায়; এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তাদের সঙ্গে বিভিন্ন দেশের মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকার বাণিজ্য চুক্তি আছে।’

তিনি বলেন, ‘শুধু ভারত নয়, বাংলাদেশও ব্যবসার একটি ভাগ পাবে। আগামী পাঁচ বছর বাংলাদেশের জন্য সত্যিকার গেম-চেঞ্জার হবে।’

চ্যালেঞ্জ

প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আর তা আকৃষ্ট করাই বড় চ্যালেঞ্জ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে তিনটি বিষয় জরুরি। প্রথমত, জমির ব্যবস্থা করা। সেটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে হতে পারে। অথবা অন্য জায়গায় হতে পারে। দ্বিতীয়ত, গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করা এবং তৃতীয়ত, মুনাফার অর্থ স্বল্প সময়ে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কাজ করছে এমন অনেক বিদেশি কোম্পানির অভিযোগ আছে, তাদের মুনাফার অর্থ ফেরত নিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।’

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আজ থেকে আট-দশ বছর আগে আমরা আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা বিদেশিদের জানাতাম। এখন তারাই আমাদের অভিনন্দন জানিয়ে বলে— তোমরা অনেক ভালো করছো। অর্থাৎ বাংলাদেশ যে ভালো করছে সে বার্তা তাদের কাছে পৌঁছেছে।’

/ইউএস/এফএ/
সম্পর্কিত
বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে ঢাকায় যোগ দিলেন জঁ পেসমে
আগামী বছর বাংলাদেশের অর্থনীতির সংকট বাড়তে পারে, শঙ্কা আন্তর্জাতিক সংস্থার
এফবিসিসিআই’র সঙ্গে বিশ্বব্যাংক মিশনের বৈঠকবাণিজ্য সহজ করতে সব সেবা এক জায়গায় আনার পরামর্শ
সর্বশেষ খবর
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু