X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ পাচ্ছেন ২৪ হাজার ৭৬১ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৫:৩৮আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫:৩৮

একাত্তরের মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রাথমিকভাবে ১৭ জেলার ২৪ হাজার ৭৬১ জন ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ পাচ্ছেন। সেই সঙ্গে ‘ডিজিটাল সার্টিফিকেট’ পাচ্ছেন ৪৬ হাজার ৮০৩ জন মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার (২৮ জুলাই) এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ১৭টি জেলার জেলা প্রশাসকরা (ডিসি)।

ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ডের বিষয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ১৭টি জেলার এ সংক্রান্ত প্রিন্টিং কাজ শেষ হয়েছে। জেলাভিত্তিক স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে— ঢাকায় ২ হাজার ৫১৬ কার্ড ও ৪ হাজার ২৫৫ সার্টিফিকেট, গোপালগঞ্জে ২ হাজার ৭৪৫ কার্ড ও ৫ হাজার ২৫০ সার্টিফিকেট, মাদারীপুরে ১ হাজার ৪৬০ কার্ড ও ২ হাজার ৫৬৬ সার্টিফিকেট, শরীয়তপুরে ১ হাজার ৩০৯ কার্ড ও ২ হাজার ৩১০ সার্টিফিকেট।

এছাড়া গাজীপুরে ১ হাজার ৭৩৪ স্মার্ট আইডি কার্ড ও ৩ হাজার ৫৫ ডিজিটাল সার্টিফিকেট, কিশোরগঞ্জে ১ হাজার ৭৫৫ কার্ড ও ৩ হাজার ৫২২ সার্টিফিকেট, নড়াইলে ১ হাজার ২৪০ কার্ড ও ২ হাজার ৩২৪ সার্টিফিকেট, মাগুরায় ৯১৭ কার্ড ও ১ হাজার ৬১৬ সার্টিফিকেট, মৌলভীবাজারে ৬৪৪ কার্ড ও ১ হাজার ৪৭১ সার্টিফিকেট, হবিগঞ্জে ৯২৮ কার্ড ও ২ হাজার ৪৭ সার্টিফিকেট, সুনামগঞ্জে ১ হাজার ৭১১ কার্ড ও ৩ হাজার ৯৬৭ সার্টিফিকেট, সাতক্ষীরায় ১ হাজার ২৩১ কার্ড ও ২ হাজার ১৩১ সার্টিফিকেট।

এ ছাড়া বাগেরহাটে ২ হাজার ৩২৪ স্মার্ট আইডি কার্ড ও ৪ হাজার ৩৬২ ডিজিটাল সার্টিফিকেট, যশোরে  ১ হাজার ৪৮৪ কার্ড ২ হাজার ৭০৬ সার্টিফিকেট, ঝিনাইদহে ১ হাজার ১১৯ কার্ড ও ২ হাজার ৭৪ সার্টিফিকেট, মেহেরপুরে ৪৫২ কার্ড ও ৮৬৪ সার্টিফিকেট ও নারায়ণগঞ্জে ১ হাজার ১৯২ কার্ড ও ২ হাজার ২৮৩ সার্টিফিকেট।

বাকি ৪৭টি জেলার মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রিন্টের কাজ শেষ হতে আরও দেড় মাসের মতো সময় লাগতে পারে উল্লেখ করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘জীবিত ও ২২ হাজার ৪২ জন মৃত।’

অনুষ্ঠানে জেলা প্রশাসকদের উদ্দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া বলেন, ‘মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট প্রতিটি উপজেলায় নির্বাহী অফিসার, মহানগরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিতরণ করা হবে। এছাড়া জেলাভিত্তিক সার্টিফিকেট ও কার্ড মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশিত তালিকা যাচাই করে বিতরণ করতে হবে।’

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত