X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাবেক ইসির সঙ্গে বসছেন কাজী হাবিবুল আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১৫:৫৯আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৫:৫৯

পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য সাবেক সহকর্মীদের সঙ্গে বসছেন প্রধান নির্বাচন কশিমনার কাজী হাবিবুল আউয়াল। সাবেক নির্বাচন কমিশন ছাড়াও ইসি সচিবালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ডাকা হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হবে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সাবেক সিইসি, নির্বাচন কমিশনার এবং সাবেক সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বর্তমান কমিশন কুমিল্লা সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের অনেক নির্বাচন করেছে। ইভিএমে ভোট হয়েছে। সিটি নির্বাচন ও পৌর নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। গাইবান্ধা উপনির্বাচন হয়েছে ১২ অক্টোবর। সিসি ক্যামেরায় ব্যাপক অনিয়ম ধরা পড়ার পর ভোটের মাঝ পথে তা বন্ধ করা হয়।

এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সাবেক সহকর্মীদের মতামত নিতে চায় নতুন এ কমিশন।

ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অংশীজনের সঙ্গে সংলাপ হয়েছে। রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এক দফা সাবেক সিইসি ও নির্বাচন কশিমনাদের সঙ্গে বৈঠকও হয়েছে। এ সভায় অংশগ্রহণমূলক ভোটের বিষয়ে পরামর্শও দেন তারা।

কিন্তু চার মাস না পেরোতেই আবারও সাবেক ইসি সহকর্মীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধের পর যেমন প্রশংসাও হচ্ছে কমিশনের, তেমনই বিভিন্ন মহলে সমালোচনাও চলছে। তবে নির্বাচন কমিশন বলছে, অনিয়ম হওয়ায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবশেষ গত জুনের বৈঠকে সাবেক সিইসি, ইসি ও কর্মকর্তাদের অন্তত ২৮ জনকে আমন্ত্রণ দিলেও বৈঠকে অংশ নেন ১০ জন। এসময় সাবেক সিইসি আব্দুর রউফ, এটিএম শামসুল হুদা, কে এম নূরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. শাহনেওয়াজ, মোহাম্মাদ আবু হাফিজ, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
গেজেট এলে আ.লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত: সিইসি
গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি
সর্বশেষ খবর
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি