X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

তাপমাত্রা কমবে না, কিছু এলাকায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

সঞ্চিতা সীতু
২৬ জানুয়ারি ২০২৩, ২১:০১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৪৭

রাতে কিছুটা শীত লাগলেও দিনের বেলায় নেই বললেই চলে। শহরাঞ্চলে গত কয়েক দিন ধরে এই অবস্থা চলছে। আবহাওয়া বিভাগ বলছে, এই মৌসুমে তাপমাত্রা আর খুব একটা কমবে না। তবে এ মাসের একেবারে শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে দেশের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এছাড়া ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বর্তমানে দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি থেকে ২২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আর রাতের তাপমাত্রা ১০ থেকে ১৮ ডিগ্রির মধ্যে। এতে তাপমাত্রা খুব বেশি একটা বাড়েনি। শহরের শীতের অনুভূতি কমলেও গ্রামে এখনও শীতের অনুভূতি বেশি।

তিনি জানান, এই মাসের একেবারে শেষ দিকে কোনও কোনও এলাকায় ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। শ্রীমঙ্গল, পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ব্যাপকভাবে তাপমাত্রা কমে গিয়ে আগের মতো তীব্র শীতের অনুভূতি আর আসবে না। ১৫ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশে একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একইসঙ্গে এই মাসে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে শুরু করবে।

এদিকে ফেব্রুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে। একইসঙ্গে এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬, রাজশাহীতে ১৫ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৩, ময়মনসিংহে ১৪ দশমিক ৭, সিলেটে ১৫ দশমিক ৫, চট্টগ্রামে ১৭ দশমিক ৪, খুলনায় ১৮ এবং বরিশালে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
দুপুরেই সন্ধ্যার অন্ধকার, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
সর্বশেষ খবর
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ