X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চোরাচালানের স্বর্ণ ছিনতাই: রিমান্ডে বনানী থানার এসআই

আমানুর রহমান রনি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৪

ছিনতাই পুরান ঢাকায় এক চোরকারবারীর কাছ থেকে ৯০০ গ্রাম স্বর্ণ ছিনতাই করার অভিযোগ গণপিটুনি খেয়ে গ্রেফতারকৃত পুলিশ উপপরিদর্শ ও বিমান বাহিনীর সাবেক করপোরালকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বংশাল থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। এদিকে যে ব্যক্তির কাছে ওই স্বর্ণ ছিল তার বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে। কারণ তিনি স্বর্ণের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশের ধারণা ওই ব্যক্তি চোরাকারবারের সঙ্গে জড়িত। তাকেও পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
বংশাল থানার পরিদর্শক শেখ নাসিরউদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বংশাল থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে বংশালের নর্থসাউথ রোডের নিউ শুভেচ্ছা হোটেলের সামনে রেজাউল কবির নামের এক ব্যক্তির কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই ব্যক্তি। এসময় রেজাউল কবির চিৎকার করলে আশেপাশের লোকজন ওই দুইব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে তাদের পরিচয় জানা যায়। এদের একজন বনানী থানার এসআই আশরাফুল ইসলাম এবং অন্যজন আব্দুর রাজ্জাক। রাজ্জাক বিমানবাহিনীর চাকরিচ্যুত করপোরাল।
পরবর্তীতে পুলিশ বাদী হয়ে এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেন। একটি মামলা দায়ের করা হয় পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও রাজ্জাকের বিরুদ্ধে এবং অপরটি স্বর্ণের বাহক রেজাউল কবিরের বিরুদ্ধে। কারণ রেজাউল কবির স্বর্ণের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশের ধারণা স্বর্ণের বারগুলো চোরাকারবারীদের।
মামলা দুটির তদন্ত করছেন বংশাল থানার পরিদর্শক শেখ নাসিরউদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেজাউলের বাড়ি যশোরের মনিরামপুরে। তিনি স্বর্ণপাচারের সঙ্গে জড়িত। সোমবার রাতে স্বর্ণের বার নিয়ে তিনি যশোরে যাচ্ছিলেন। এমন সময় এসআই আশরাফুল ইসলাম ও রাজ্জাক স্বর্ণগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাদের সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

নাসিরউদ্দিন আরও বলেন, ‘আমরা নিশ্চিত এগুলো চোরাচালানের স্বর্ণ। এখনও মামলার তদন্ত চলছে। তাই এবিষয়ে বিস্তারিত বলা সম্ভব না।’

মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার পুলিশ পরিদর্শক শেখ নাসিরউদ্দিন এই তিনজনকে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে যথাক্রমে ১০ ও সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই মামলায় তিনজনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও রাজ্জাকের তিনদিন এবং স্বর্ণের বাহক রেজাউল কবিরের পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে, স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি কমিটি গঠন করেছে। মঙ্গলবার বিকেলে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (লিজিস্টিক) ওয়াই এম বেলালুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। তার নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ এবং লালবাগ বিভাগের ডিসি মফিজউদ্দিন আহমেদ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মোঃ মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

/এআরআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব: শতাধিক বাড়িঘর ও ফসলের ক্ষতি
সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব: শতাধিক বাড়িঘর ও ফসলের ক্ষতি
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
শ্রম ভবনের প্রধান ফটকে কর্মকর্তাদের পথরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ
শ্রম ভবনের প্রধান ফটকে কর্মকর্তাদের পথরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ
হিলিতে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষিরা
হিলিতে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষিরা
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ