X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

চার স্থাপনা ছাড়া কোথাও সেদিন পাকিস্তানের পতাকা ওড়েনি

উদিসা ইসলাম
২৩ মার্চ ২০২৩, ০৮:০০আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৬:৪৮

১৯৭১ সালের মার্চ মাসে প্রতিদিনই প্রতিরোধ জোরদার হয় এবং নতুন নতুন প্রতিবাদী রূপ দেখতে পায় বিশ্ব। ২৩ মার্চ ঢাকা পরিণত হয় পতাকার নগরীতে। পরদিন দৈনিক ইত্তেফাকের খবরে জানা যায়, কড়া পাহারায় প্রেসিডেন্ট ভবন, গভর্নর হাউজ, সেনানিবাস ও বিমানবন্দর ছাড়া কোথাও পাকিস্তানের পতাকা ওড়েনি। ওই সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিলেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো। ওই হোটেলেও সেদিন স্বাধীন বাংলার পতাকা ওড়ে।

এদিন বঙ্গবন্ধু তার ৩২ নম্বরের বাড়িতে আসা হাজারো মিছিলের জনতার সামনে দৃঢ় প্রত্যয়ে জানান, যতদিন সাড়ে সাত কোটি মানুষের সার্বিক মুক্তি অর্জিত না হবে, যতদিন একজন বাঙালি বেঁচে থাকবে, এই সংগ্রাম আমাদের চলবেই চলবে।

শহীদ জননী জাহানারা ইমাম তার ‘একাত্তরের দিনগুলি’ বইয়ে এই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে লেখেন, “আজ প্রতিরোধ দিবস। খুব সকালে বাড়িসুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাঁশে ওড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। বুকের মধ্যে শিরশির করে উঠল।”

পল্টন ময়দানে জাতীয় পতাকা ওড়ায় ছাত্র সংগ্রাম পরিষদ। তখনকার ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী এই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে নানা জায়গায় লিখেছেন, “স্পষ্ট মনে আছে, বিউগল আর ড্রাম বাজিয়ে সুরের মূর্ছনায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। “সত্যিকারের স্বাধীনতার আস্বাদন পাচ্ছিল বাংলার দুর্জয় ও অকুতোভয় জনতা। মোস্তফা মহসীন মন্টু, খসরু, হাসানুল হক ইনু, মহানগর ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মিলিতভাবে ধীরে ধীরে পতাকাটি আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। সেখান থেকে ব্যান্ড বাজিয়ে বিউগলে জাতীয় সংগীতের সুর তুলে মিছিল করে দৃপ্ত পদভারে ধানমন্ডির ৩২ নম্বরের দিকে এগিয়ে চললাম।”

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির বাসভবনে নিজ হাতে পতাকা উত্তোলন করেন। সেখানে তখন লাখো জনতা সম্মিলিত কণ্ঠে গেয়ে ওঠেন ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি। বঙ্গবন্ধু বারবার হাত নেড়ে মিছিলকারীদের শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৭১ সালের ২৩ মার্চ ইত্তেফাকের প্রথম পাতায় বঙ্গবন্ধুর বক্তব্য নিয়ে একটি খবরের শিরোনাম ছিল, ‘কর্মপন্থা নির্ধারণের ভার আমার উপর ছাড়িয়া দিন’। এতে জানানো হয়, বিক্ষুব্ধ বাংলার দশদিগন্তে সর্বাত্মক মুক্তি আন্দোলনের পটভূমিতে নতুন-আঙ্গিকে আবির্ভূত ২৩ মার্চের অবিস্মরণীয় দিনে বন্যার স্রোতের মতো জনতার সমাগম হয় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে। তাদের উদ্দেশে ভাষণদানকালে বঙ্গবন্ধু আবারও বলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। যতদিন সাড়ে সাত কোটি সার্বিক মুক্তি অর্জিত না হবে, যতদিন একজন বাঙালি বেঁচে থাকবে, এই সংগ্রাম আমাদের চলবেই চলবে। মনে রাখবেন, সর্বাপেক্ষা কম রক্তপাতের মাধ্যমে যিনি চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেন তিনিই সেরা সিপাহসালার। তাই বাংলার জনগণের প্রতি আমার নির্দেশ- সংগ্রাম চালিয়ে যান, শৃঙ্খলা বজায় রাখুন, সংগ্রামের কর্মপন্থা নির্ধারণের ভার আমার ওপরেই ছেড়ে দিন।’

বঙ্গবন্ধু বলেন, ‘বাংলার দাবির প্রশ্নে কোনও আপস নাই। বহু রক্ত দিয়েছি, প্রয়োজনবোধে আরও রক্ত দেবো, কিন্তু মুক্তির লক্ষ্যে আমরা পৌঁছাবোই। বাংলার মানুষকে আর পরাধীন করে রাখা যাবে না। আমরা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু যদি তা সম্ভব না হয়, সাড়ে সাত কোটি বাঙালির স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার লক্ষ্য অর্জনের সংগ্রাম আমাদের চলতেই থাকবে। এই সংগ্রামের পন্থা কী হবে তা আমিই ঠিক করে দেবো, সেই ভার আমার ওপরই ছেড়ে দিন। শোষক-কায়েমি স্বার্থবাদীদের কীভাবে পর্যুদস্ত করতে হয় আমি জানি।’

এদিন প্রধান বিচারপতি ভবন, ঢাকার সেক্রেটারিয়েট, হাইকোর্ট, ইপিআর ও রাজারবাগ পুলিশ সদর দফতর, ঢাকা বেতার ও টেলিভিশন ভবন, মুখ্য সচিবের বাসভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি-বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় স্বাধীন বাংলার পতাকা।

ঢাকার নেপাল, ইরান, ইন্দোনেশিয়া ও চীনা দূতাবাসে প্রথমে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে তা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। সোভিয়েত কনস্যুলেট ও ব্রিটিশ হাইকমিশনেও এদিন উত্তোলন করা হয় স্বাধীন বাংলার পতাকা।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লিখে ফেসবুকে স্ট্যাটাস, এসিল্যান্ডকে অব্যাহতি
গাজীপুর সিটি করপোরেশনবঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় চিঠি দিয়ে সচিব ওএসডি, প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
১৪ মাসের বেতন বকেয়া: বিক্ষোভে মালিকপক্ষের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত
১৪ মাসের বেতন বকেয়া: বিক্ষোভে মালিকপক্ষের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত
হজযাত্রীর লাগেজে পাওয়া গেলো তামাক-গুল
হজযাত্রীর লাগেজে পাওয়া গেলো তামাক-গুল
মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
২৪ ঘণ্টায় চান্দগাঁও থানা এলাকা থেকে ২৩ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় চান্দগাঁও থানা এলাকা থেকে ২৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ