X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

১৪ কারণে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৩, ১৭:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৭:৪১

মেয়াদ বাড়লো পদ্মা সেতু প্রকল্পের। সেই সঙ্গে বাড়লো ব্যয়ও। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (তৃতীয় সংশোধন) প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশোধিত প্রকল্প অনুযায়ী দুই হাজার ৪১২ কোটি ১৩ লাখ টাকা ব্যয় বাড়িয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ কোটি টাকা। একইসঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকল্পটির মেয়াদ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল।

একনেক বৈঠক (ছবি: ফোকাস বাংলা)

প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ১৪টি কারণ উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- সরকার কর্তৃক বিভিন্ন সময় ভ্যাট ও আয়করের হার বৃদ্ধি; মূল সেতু ও নদীশাসন কাজের জন্য নিয়োজিত পরামর্শকের ব্যয় বৃদ্ধি; জাতীয় মহাসড়ক এন-৮ এর কালভার্ট ও সড়কাংশ বর্ধিতকরণ; সেতুর পরিচালন ও রক্ষণাবেক্ষণ (O&M) এবং আনুষঙ্গিক সিভিল কাজের জন্য অতিরিক্ত কাজ সম্পাদন; পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ব্যয়; বৈদেশিক মুদ্রার মান উঠানামা (Currency Fluctuation); মূল সেতু ও নদীশাসন কাজের ঠিকাদারগণ কর্তৃক অনিষ্পন্নকৃত দাবি (Claims) বাবদ অর্থের সংস্থান; মূল সেতুর পাইলের ডিজাইন পরিবর্তন; ৪০০ কেভি ট্রান্সমিশন টাওয়ারের ফাউন্ডেশন প্ল্যাটফর্ম নির্মাণের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়; মাওয়া প্রান্তে নদীর গভীরে সৃষ্ট গর্ত ভরাটকাজ; কাঁঠালবাড়ি থেকে বাংলাবাজার ফেরিঘাট স্থানান্তর করতে ব্যয়; মাওয়া নদীশাসন কাজের ডিজাইন পরিবর্তন; জিও ব্যাগের সাইজ পরিবর্তনের কারণে ব্যয় বৃদ্ধি এবং মাঝিকান্দি থেকে শিমুলিয়া পর্যন্ত বিআইডব্লিউটিএ ফেরি চ্যানেল ড্রেজিং, ক্লোজার ড্যাম, সার্ভে ভ্যাসেল ক্রয়।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মুল অনুমোদিত অর্থ ছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা। পরবর্তীতে প্রথম দফায় এই অর্থ দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ টাকা করা হয়। এরপর দ্বিতীয় সংশোধনীতে তা বাড়িয়ে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ ও বিশেষ সংশোধনী করে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা করা হয়েছিল।

পদ্মা নদীর ওপর ৯ দশমিক ৮৩ কিলোমিটার (মূল সেতু ৬.১৫ কি. মি ও ভায়াডাক্ট ৩.৬৮ কি.মি.) দৈর্ঘ্য এবং ২২ দশমিক ১০ মিটার প্রস্থ বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু নির্মাণ এটি।

মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর—এই তিন জেলার লৌহজং, শ্রীনগর, জাজিরা ও শিবচর উপজেলায় মূল অনুমোদিত প্রকল্পটি জুলাই ২০০৭ থেকে জুন ২০১৫ অনুমোদন দেওয়া হয়। এরপর প্রথম সংশোধিত প্রস্তাবে জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১৫ মেয়াদে অনুমোদন দেওয়া হয়। এরপর ডিসেম্বর ২০১৮, ডিসেম্বর ২০১৯, জুন ২০২১। সর্বশেষ জুন ২০২৩ নাগাদ প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও জুন ২০২৪ নাগাদ মেয়াদ বৃদ্ধি করা হয়।

আরও পড়ুন-

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে

১৯ হাজার ৬০০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে