বৈশ্বিক স্কুল মিলস কোয়ালিশনে যোগ দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ জুলাই) ইতালির রোমে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে এই কোয়ালিশনে যোগ দেওয়ার ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বাংলাদেশ এই কোয়ালিশনের ৮৫ তম সদস্য হলো।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১০ থেকে বাংলাদেশ সরকার জাতীয় স্কুল খাদ্য কর্মসূচিতে বিনিয়োগ করে আসছে। ২০২২ সাল নাগাদ ৩০ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, এর ফলে স্কুলে শিক্ষার্থীদের যোগ দেওয়ার সংখ্যা ৪.২ শতাংশ বেড়েছে এবং ঝরে পড়া ৭.৫ শতাংশ কমেছে।
নতুন স্কুল ফিডিং প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে— আগামী তিন বছরের মধ্যে ২০ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা।