ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলমের স্বাক্ষরে মঙ্গলবার (২৫ জুলাই) ওই আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়।
গত ১৭ জুলাই অনুষ্ঠিত এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হন। স্বতন্ত্র প্রার্থী আলোচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) পান ৫ হাজার ৬০৯ ভোট।