X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

বাংলাদেশের জনগণের যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনও প্রয়োজন নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৮

যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, ‘উনারা (যুক্তরাষ্ট্র) এখন কী বলে এটা সেটা ভিসানীতির কথা। আমাদের নেত্রী বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী এবং আদর্শের উত্তরাধিকারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাপের বেটি, যোগ্য পিতার যোগ্য কন্যা। তিনি বলেছেন, তুমি (যুক্তরাষ্ট্র) স্যাংশন দিলে আমিও স্যাংশন দেবো, আমার জনগণ দেবে। এরপর আর কোনও কথা থাকে?’

বাংলাদেশের জনগণের যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনও প্রয়োজন নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশি কোনও প্রভুর কথায় রাষ্ট্র চলবে না। আর আমেরিকা যাওয়া লাগবে কেন? আমাদের কোনও দরকার নেই।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘২৭ সেপ্টেম্বর শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শান্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠায় জননেতাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে  শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদ।

মোজাম্মেল হক বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ছিল, তারা আমাদের আশেপাশেই আছে। ওরা আজকে আবার আমাদের স্বাধীনতার পতাকাকে খামচে ধরতে চায়। যে কারণে আজকে আমরা শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের মতো ত্যাগী ও শহীদ নেতাদের অভাব অনুভব করি। আর যারা আমাদের স্বাধীনতার পতাকাকে খামচে ধরতে চায়, দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের মোকাবিলা করতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‘আমেরিকা ৭১ এর ডিসেম্বরে বাংলাদেশের জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের ঠেকানোর জন্য। আমার মনে আছে, ১৪ ডিসেম্বর জাতিসংঘে দাঁড়িয়ে আমেরিকার প্রতিনিধি বলেছিল ‘সিজ ফায়ার’। তার মানে যুদ্ধ থামিয়ে যে যার অবস্থানে থাকা। আর এটা যদি আমরা মেনে নিতাম, অথবা জাতিসংঘে এটা পাস হতো, তাহলে আমরা ১৬ ডিসেম্বর স্বাধীনতা পেতাম না। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করতো না।’’

মোজাম্মেল হক আরও  বলেন, ‘বঙ্গবন্ধু যখন জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করেছিলেন, তখন আমেরিকার প্রতিনিধি দল বলেছিল— বাংলাদেশকে যদি সদস্যপদ দেওয়া হয়, তাহলে এটা পুরো পৃথিবীর জন্য স্থায়ী একটা বোঝা হবে। এর আগে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বটমলেস বাস্কেটও বলেছিল।’

৭৪ সালে আমেরিকার জন্য বাংলাদেশে কৃত্রিম দুর্ভিক্ষ হয়েছিল উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘১৯৭৪ সালে বঙ্গবন্ধু নগদ পয়সা দিয়ে আমেরিকা থেকে চাল আর গম কিনেছিলেন। সেই চাল আর গম চট্টগ্রামের সমুদ্রবন্দরে এসে পৌঁছায়নি। মাঝপথ থেকে উধাও। তার ফলে কৃত্রিম দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষেরও অন্যতম কারণ এটা।’

মুক্তিযোদ্ধা  আনোয়ার  হোসেন  আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন। সংগঠনের সভাপতি শহীদ ময়েজউদ্দিনের কন্যা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও  বক্তব্য করেন— জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাতেন, তাঁতি লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র নাথ দেবনাথ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি আগ্রাসন কবে শেষ হতে পারে জানালেন মার্কিন কর্মকর্তারা
পশ্চিম তীরে সহিংসতাকারী ইসরায়েলি সেটেলারদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মার্কিন সিনেটরদের কাছে ইউক্রেনের জন্য সহযোগিতা চাইবেন জেলেনস্কি
সর্বশেষ খবর
রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী তারকা টেইলর সুইফট
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী তারকা টেইলর সুইফট
বিদেশি ঋণের সুদের ওপর কর মওকুফ
বিদেশি ঋণের সুদের ওপর কর মওকুফ
মোবাইলে ২ সহস্রাধিক মানুষের ছবি তুলেছেন এই নারী ফটোগ্রাফার
মোবাইলে ২ সহস্রাধিক মানুষের ছবি তুলেছেন এই নারী ফটোগ্রাফার
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
ট্যুর প্যাকেজ প্রতারণা, বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ
ট্যুর প্যাকেজ প্রতারণা, বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ