X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

নির্বাচনি মালামাল সংরক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৯:৩৬আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৯:৩৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী সংরক্ষণে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ লক্ষ্যে আঞ্চলিক, জেলা, উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘ইতোমধ্যে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। যেহেতু নির্বাচনি মালামালগুলো স্থানীয়ভাবে এসব অফিসে রাখা হবে, সেক্ষেত্রে নিরাপত্তা জোরদার করাও প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে এটা রুটিন কাজ।’

ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন। এ লক্ষ্যে নভেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণার আগেই সব ধরনের নির্বাচনি মালামাল কেনাকাটা, মুদ্রণসহ সংগ্রহ শেষ ধাপে রয়েছে। তফসিলের পর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ব্যালট পেপার মুদ্রণ হবে।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ৭ অক্টোবর আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদারের দাবি জানান কর্মকর্তারাও। শনিবার (১৪ অক্টোবর) বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে শান্তিপূর্ণ নির্বাচনে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেয় ইসি। এ ধারাবাহিকতায় ভোট প্রস্তুতির মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হলো।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের অতি গুরুত্বপূর্ণ নির্বাচনি মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসগুলোয় সংরক্ষণ করা হবে।

জাতীয় নির্বাচনের আগে এসব অফিসের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে, এমন আশঙ্কার মধ্যে জনস্বার্থে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের এসব অফিসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয় বিশেষ করে আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস ও থানা নির্বাচন অফিসসগুলোতে এখন থেকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সর্বশেষ খবর
যমুনা, সচিবালয়সহ পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ
যমুনা, সচিবালয়সহ পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ
জিএম কাদেরের বিরুদ্ধে জাপার একদল নেতার সংবাদ সম্মেলন
জিএম কাদেরের বিরুদ্ধে জাপার একদল নেতার সংবাদ সম্মেলন
হিমাগারে ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে আলু ফেলে সড়ক অবরোধ
হিমাগারে ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে আলু ফেলে সড়ক অবরোধ
যুক্তরাষ্ট্র শুল্ক না কমালে অর্থনীতিতে প্রভাব পড়বে: বাণিজ্য সচিব
যুক্তরাষ্ট্র শুল্ক না কমালে অর্থনীতিতে প্রভাব পড়বে: বাণিজ্য সচিব
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ