X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রাজধানীর আসনগুলোতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ২০ রাজনৈতিক দল

এমরান হোসাইন শেখ
২৮ নভেম্বর ২০২৩, ২১:২৪আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২২:০১

ঢাকা মহানগরীর ১৫ আসনের জন্য নিবন্ধিত দলগুলোর মধ্যে ২০টি দলের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) পর্যন্ত এই ১৫ আসনের বিপরীতে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৭৪টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫০ জন স্বতন্ত্র, আর দলীয় প্রার্থী আছেন ১২৪ জন। মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম জমা পড়েছে ৯টি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি। এদের মধ্যে বিএনপি ও তাদের সমমনা বেশ কয়েকটি দল নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীতে দলীয় প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নামেই বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। একটি আসনেই দলটির নামে ৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

জানা গেছে, যেসব দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে, সেগুলো হলো—আওয়ামী লীগ, ন্যাশনালিস্ট পিপলস পার্টি (এনপিপি), জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), তৃণমূল বিএনপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), বাংলাদেশ কল্যাণ পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (জেপি) এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। এছাড়া নিবন্ধিত ‍দুটি দল—বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ও ‘জনতার কথা’ সংগঠনের নামেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

ঢাকায় সবচেয়ে বেশি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে ঢাকা-১৪ আসন থেকে। এ আসন থেকে মোট ২৬টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের নামে এ আসনে ৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ আসনে দলের মনোনয়ন পাওয়া মাইনুল হোসেন ছাড়াও ফরম সংগ্রহ করেছেন দলের ‍যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বর্তমান সংসদ সদস্য আগা খান মিন্টু ও সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ অন্যরা। এছাড়া ঢাকা-১৪ আসন থেকে ৭ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা-৫ আসন থেকে একই সংখ্যক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। মঙ্গলবার পর্যন্ত ঢাকা- ৯ ও ঢাকা-১৩ আসনে কোনও স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এদিকে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ আসন থেকে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি বিএনএফের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম নিয়েছেন।

ঢাকা-৮ আসন থেকে বর্তমান সংসদ সদস্য রাশেদ খান মেনন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত তিনটি নির্বাচনে এ আসনটি আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দেওয়া হলেও এবার দলীয় মনোনয়ন দিয়েছে তারা। এ আসনে মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মহানগরীর আসনগুলোর মধ্য ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের দুজনসহ ১১ জন, ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের একজনসহ ১৬ জন, ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের একজনসহ ৯ জন, ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের একজনসহ ৯ জন, ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের দুজনসহ ১৮ জন, ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের একজনসহ ৭ জন, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দুজনসহ ১০ জন, ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের পাঁচ জনসহ ১১ জন, ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের একজনসহ ৭ জন, ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের দুজনসহ ১০ জন, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের ৯ জনসহ ২৬ জন, ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের দুই জনসহ ৯ জন, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের একজনসহ ৮ জন, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের দুজনসহ ১৪ জন এবং ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের দুজনসহ ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।       

প্রসঙ্গত, ঢাকা জেলায় মোট নির্বাচনি আসন ২০টি। এর মধ্যে ৪টি আসন ঢাকা মহানগরীর বাইরে অবস্থিত।

 

 

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!