X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১৯:৩২আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২০:২৫

মালয়েশিয়ার পেনাং রাজ্যে তিন বাংলাদেশি নির্মাণশ্রমিক একটি নির্মাণাধীন ভবন ধসে নিহত হয়েছেন। নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য তাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে হাইকমিশন।

নিহতরা হলেন—১. মোহাম্মদ মোকাদ্দেশ আলী (পাসপোর্ট নম্বর- ইজে০৯১৫৩৬৩)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে। ২. মোহাম্মদ সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ইএইচ০৭৩০২২৪)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রওশন আলী ছেলে এবং ৩. মো. আহাদ আলী (পাসপোর্ট নম্বর- এ০১৯৬৪১০৪)। তিনি পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মোহাম্মদ ওসমান মণ্ডলের ছেলে।

বুধবার (২৯ নভেম্বর) মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশি  শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

এতে আরও বলা হয়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মাদ  খোরশেদ আলম খাস্তগীর দূতাবাসের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান এবং আইন সহকারী সুকুমারান সুবরামানিয়মকে ঘটনাস্থলে পাঠান। তারা ঘটনাস্থল পরিদর্শন এবং তথ্য সংগ্রহ করেন। প্রাপ্ত তথ্যে জানা যায়, ওই তিন বাংলাদেশি নির্মাণশ্রমিক কর্তব্যরত অবস্থায় একটি নির্মাণাধীন ভবন ধসে নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে পেনাং জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে দুজন শ্রমিককে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পেনাং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকাজ সম্পন্ন হলে বিস্তারিত জানানো হবে।

দূতাবাস আরও জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় আনুমানিক রাত পৌনে ১০টার  দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন ওই ভবনটি ধসে পড়ে।

নিহত তিন বাংলাদেশি কর্মীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য তাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে হাইকমিশন। এছাড়া নিহত বাংলাদেশি কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে হাইকমিশন।

আরও পড়ুন:

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ৪

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় ১৭৭৭৭ জনের যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির: মন্ত্রণালয়
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার দাবি
সর্বশেষ খবর
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন