X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

ঢাকা-১৮ আসনে বৈধ প্রার্থী ৮, মনোনয়ন বাতিল ৮ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৫

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৮ জনকে বৈধ এবং ৮ জনকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-১৮ আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির (জাপা) শেরীফা কাদের, কল্যাণ পার্টির দয়াল কুমার বড়ুয়া, বিএনএফ-এর আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের হাবিব হাসান, এনপিপি’র জাকির হোসেন ভূইয়া, জাকের পার্টির শরীফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন ও খসরু চৌধুরী।

মনোনয়ন ফরম বাতিল

এক শতাংশ ভোটা‌রের শর্ত পূরণ না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী জাফর ইকবালকে বা‌তিল ব‌লে ঘোষণা করা হয়। গ‌্যাস ও ওয়াসার বিল ঋণ খেলা‌পির দায়ে তৃণমূল বিএনপির ম‌ফিজুর রহমান, হলফনামা দা‌খিল না করায় বাংলাদেশ জাতীয় পার্টির সি‌দ্দিকুর রহমান, মনোনয়ন ফরমে স্বাক্ষরকারীর দে‌শের বাই‌রে অবস্থান  এবং স্বাক্ষর না মেলায় স্বতন্ত্র প্রার্থী ব‌শির উ‌দ্দিনকে বা‌তিল করা হয়। মনোনয়ন ফরমের তথ্যানুযায়ী স্বাক্ষরকারী‌দের নির্ধা‌রিত ঠিকানা‌য় পাওয়া না যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী  আ‌আনিসুর রহমান, স্বাক্ষরকারী‌দের নির্ধা‌রিত ঠিকানা‌য় না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এসএম তোফাজ্জলকে, হলফনামায় স্বাক্ষর না করায় তৃণমূল বিএনপি’র সিরাজুল ইসলাম এবং জেডিপি’র ফাহ‌মিদা হক সুকন‌্যার মনোনয়ন ফরম বা‌তিল ঘোষণা করা হয়।

ইসির তফসিল অনুযায়ী, গত ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় শেষ হয়। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন ফরম ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু করেন। ৪ ডিসেম্বর পর্যন্ত এ বাছাই চলবে। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।

প্রসঙ্গত, এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
বিজিএমইএ’র নির্বাচনসম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেলের মনোনয়নপত্র জমা, স্বতন্ত্র ৬ প্রার্থী
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
নির্বাচনে অংশ নিতে ৮০-৯০ শতাংশ কাজ সম্পন্ন করে রেখেছে বিএনপি: দুদু
সর্বশেষ খবর
বেদেনা লিচুর জিআই স্বীকৃতি: রফতানির উদ্যোগ চান দিনাজপুরের কৃষকরা
বেদেনা লিচুর জিআই স্বীকৃতি: রফতানির উদ্যোগ চান দিনাজপুরের কৃষকরা
রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
চিন্ময় দাসকে আরও চার মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন
চিন্ময় দাসকে আরও চার মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন
যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা জবাব দেবে ইরান
যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা জবাব দেবে ইরান
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?