X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
বিজিএমইএ’র নির্বাচন

সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেলের মনোনয়নপত্র জমা, স্বতন্ত্র ৬ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৫, ১৮:৩৫আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:৩৫

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ২০২৫-২৬ নির্বাচনকে সামনে রেখে  শনিবার (২৬ এপ্রিল) উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেল— সম্মিলিত পরিষদ ও ফোরামের প্রার্থীরা। পাশাপাশি ৬ জন প্রার্থী স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র জমাদানের সময় বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন দুই প্যানেলের প্রতিনিধিদের স্বাগত জানান। দিনভর মনোনয়নপত্র জমা ও প্রার্থীদের আনুষ্ঠানিক উপস্থিতিতে বিজিএমইএ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

ফোরাম প্যানেলের মনোনয়ন জমা

সকালে প্রথমে ফোরাম প্যানেলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এম এ সালাম এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী ফয়সাল সামাদসহ অন্য নেতারা।

সম্মিলিত পরিষদ

এরপর সম্মিলিত পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান। তার সঙ্গে ছিলেন সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান এবং প্যানেল লিডার ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালামসহ অন্য নেতারা।

নির্বাচন বোর্ডের বক্তব্য

মনোনয়নপত্র জমা শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল সমাপনী বক্তব্যে প্রার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন বোর্ড নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। প্রার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি।

শনিবারই (২৬ এপ্রিল) প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ডের সচিব মাহমুদুল হাসান।

উল্লেখ্য, বিজিএমইএ নির্বাচন আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে গার্মেন্টস শিল্পের অন্যতম বৃহৎ সংগঠনটির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচনে স্বচ্ছতা ও দ্রুততার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন বোর্ড।

 

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘সংস্কার ছাড়া নির্বাচন ইসলামী আন্দোলন চায় না’
কানাডার নির্বাচনে নাটকীয় জয় লিবারেল পার্টিরযুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক শেষ: মার্ক কার্নি
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
সর্বশেষ খবর
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী