X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ এপ্রিল ২০২৫, ১৫:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:৫১

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসকে (আনফ্রেল) আশ্বস্ত করে বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা আনফ্রেলের একটি প্রতিনিধি দলের উদ্দেশে বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রার মাইলফলক হবে।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফ্রেল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধি দলে ছিলেন আনফ্রেলের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস, বাংলাদেশ ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি প্রোগ্রামের কনসালটেন্ট মে বুটয়, ক্যাম্পেইন অ্যান্ড অ্যাডভোকেসির সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেয়ারথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।

এশিয়ার নির্বাচনি গণতন্ত্রের অগ্রগতিতে নিবেদিত নাগরিক সমাজ সংস্থাগুলোর একটি আঞ্চলিক নেটওয়ার্ক আনফ্রেল, দুই দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চল জুড়ে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততাকে সক্রিয়ভাবে সমর্থন করে আসছে সংস্থাটি। 

সাক্ষাৎকালে আনফ্রেল বাংলাদেশে তাদের চলমান উদ্যোগ বিশেষ করে স্বাধীন, নাগরিক-নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনর্গঠনের প্রতিশ্রুতি তুলে ধরে। প্রতিনিধি দলটি নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদার এবং নির্বাচনী স্বচ্ছতা প্রচারের সুযোগগুলো চিহ্নিত করার লক্ষ্যে স্টেকহোল্ডার ম্যাপিং এবং প্রয়োজনীয়তা মূল্যায়ন পরিচালনার চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করে।

আনফ্রেল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসার সুযোগের জন্য প্রশংসা করেছে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সমর্থনে বাংলাদেশের স্টেকহোল্ডারদের সাথে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
শ্রমিকের উন্নয়ন ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
সর্বশেষ খবর
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট