X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘নির্বাচন পরিস্থিতির বিষয়ে বিদেশি কূটনীতিকরা অবগত আছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৪৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৪৬

নির্বাচন পরিস্থিতি নিয়ে অবহিত আছেন বিদেশি কূটনীতিকরা বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হোটেল সোনারগাঁয়ে নির্বাচন কমিশন আয়োজিত বিদেশি কূটনীতিকদের এক ব্রিফিং শেষে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্র সচিব। ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কূটনীতিকদের ব্রিফ করেন। ৫০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান বা প্রতিনিধিরা ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন এবং প্রশ্ন করেন। 

পশ্চিমা কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ব্রিফিংয়ের  পর কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা আমাকে বলেছেন— নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন সময়ে তাদের যোগাযোগ হয়েছে এবং তারা যোগাযোগে রয়েছেন। তারাও বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনে এসেছেন এবং বিভিন্ন প্রশ্ন করেছেন। তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত রয়েছেন এবং সে কারণেই আজকে এখানে বেশি প্রশ্ন হয়নি (করেননি)।’

ব্রিফিংয়ে রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, জাপান, চীনসহ প্রায় সব দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। ভারত ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের অনুপস্থিতিকে কীভাবে দেখছেন জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘এটি হয়তো তাদের কোনও ইয়ে আছে। তাদের প্রতিনিধি এসেছিলেন।’

সৌভাগ্য

নির্বাচনের সময়ে কোনও দেশে দায়িত্ব পালন করাটা একটি সৌভাগ্যের বিষয় হিসেবে অভিহিত করেন পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, ‘আমি আমার সমাপনী বক্তব্যে বললাম— এ রকম একটি সুযোগ সবদেশের রাষ্ট্রদূতদের হয় না। পাঁচ বছর পর একটি নির্বাচন হয়। সুতরাং, না হওয়াটাই স্বাভাবিক। আমি নিজেও রাষ্ট্রদূত ছিলাম এবং আমারও যে এই সৌভাগ্য হয়েছে, তা নয়। সুতরাং, তারা যেন তাদের সৌভাগ্যকে ভালোভাবে ব্যবহার করেন এবং সুন্দরভাবে তারা যেন তাদের দেশে রিপোর্ট পাঠান।  সেক্ষেত্রে এই ব্রিফিংটা নিশ্চয়ই কাজে লাগবে।’

আশ্বস্ত

বিদেশি কূটনীতিকরা আশ্বস্ত হয়েছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘এটিতো চেহারা দেখে বলা মুশকিল। তবে যথাসাধ্য নির্বাচন কমিশন তাদের বোঝাতে সক্ষম হয়েছে যে, ওনাদের দিক থেকে আন্তরিকতা এবং প্রস্তুতির ঘাটতি নেই। এখন ৭ তারিখে জনগণ যদি ভোট দেয় বা ভোট দিতে আসে, তখনই তাদের চেষ্টাটা সফল হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন উপলক্ষে এখনও পর্যন্ত ৬০ জন নির্বাচন পর্যবেক্ষক এসে পৌঁছেছেন এবং মোট ১২৭ জনের আসার কথা রয়েছে। এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক অ্যাক্রিডিটেশন পেয়েছেন। তাদের মধ্যে ১৭ জন এসে পৌঁছেছেন। আজ বিকালে অথবা কালকে বেশিরভাগ চলে আসবেন।’

সহিংসতা

কূটনীতিকরা সহিংসতার বিষয়ে জানতে চেয়েছে কিনা, এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, ‘এটি ক্রমপ্রকাশ্য একটি অবস্থা। এখন সব ধরনের প্রস্তুতি রয়েছে। কিন্তু সহিংসতার বিষয়টি আমরা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছি। কিছু কিছু জায়গায় হয়েছে এবং নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। এরপর আমরা আর খবর পাচ্ছি না। সুতরাং, তারাও খবরের কাগজে এগুলো পড়ছে এবং পড়ে তাদের মনে এ ধরনের প্রশ্ন থাকতেই পারে। সেটির উত্তরও তাদেরকে দেওয়া হয়েছে।’

রেজাল্ট কখন হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি মোমেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ব্যাখ্যা দিয়েছেন— রাত ১০টার দিক থেকে আমরা রেজাল্ট পেতে থাকবো এবং পরের দিন সকাল ৯টা বা ১০টার দিকে রেজাল্ট হয়ে যাবে।’  

ভোটারদের ওপর চাপ

ভোট দিতে যাওয়ার জন্য ভোটারদের কোনও চাপ দেওয়া হচ্ছে কিনা— এ বিষয়ে কূটনীতিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘‘প্রধান নির্বাচন কমিশনার দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে, এরকম কোনও চাপ নির্বাচন কমিশন থেকে দেওয়া হচ্ছে না, বা উনার জানা মতে, এমন কেউ নাই যে, ভোট দিতে চাপ দিচ্ছে। বরং উনি যেটি বললেন— যারা মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে বা লিফলেট বিলি করছে যে— ‘ভোট যেন না দেওয়া বা ভোটদানে বিরত থাকে’,  সেই চাপটি রয়েছে।’’

এদিকে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার জানান, এটি একটি ভালো ব্রিফিং ছিলে। গত বছর যখন নির্বাচন কমিশন তৈরি হয়, তখন থেকেই তাদের সঙ্গে আমরা  ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছি।’

কী হচ্ছে সে বিষয়ে আমরা ভালো জানি উল্লেখ করে তিনি বলেন, ‘অবশ্যই একটি আপডেট পাওয়া গেলে সেটি ভালো। আমার মনে হয়েছে, তারা প্রথম থেকেই অত্যন্ত প্রতিশ্রতিবদ্ধ এবং তাদের পক্ষে যতটুকু করা সম্ভব, ততটুকু তারা করার চেষ্টা করছে। আমার মনে হয়, তারা অত্যন্ত সিরিয়াসলি এবং কঠোর পরিশ্রম করছে।’

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন আশা করে— নির্বাচন সফল হবে এবং নির্বাচনের পর বাংলাদেশ আরও শক্তিশালী ও এক্যবদ্ধ হবে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে