X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মানবাধিকার একটি বৈশ্বিক ইস্যু: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫

মানবাধিকার আমেরিকা, ইউরোপসহ একটি বৈশ্বিক ইস্যু বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডা ও ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে কানাডা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা, সুশীল সমাজের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, গণতন্ত্র আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেছি। আমি বলেছি যে মানবাধিকার একটি বৈশ্বিক ইস্যু। এটি আমেরিকা, ইউরোপে একটি ইস্যু। কানাডাতে তেমন বড় ইস্যু নয়। তিনি বলেছেন, এটি কাানাডাতেও ইস্যু। আমরা এটি নিয়ে যোগাযোগে আছি। বন্ধু রাষ্ট্রগুলোর মতামতকে আমরা মূল্য দেই।

নুর চৌধুরীর প্রত্যাবাসন

বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরী কানাডাতে অবস্থান করছে। তাকে ফেরত পাঠানোর বিষয়ে রাষ্ট্রদূত লিলি নিকলসের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে নুর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডার অসুবিধা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এরপরও কোন পদ্ধতিতে পাঠানো যায় সে জন্য আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে বলেছি।

কানাডার রাষ্ট্রদূতের এ বিষয়ে প্রতিক্রিয়া কী জানাতে চাইলে ড. হাছান মহমুদ বলেন, রাষ্ট্রদূত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তিনি বলেছেন আমাদের অনুরোধ তার সরকারকে পৌঁছে দেবেন।

নির্বাচন

নির্বাচনের পরে ‘হতাশা’ ব্যক্ত করে বিবৃতি দিয়েছিল কানাডা। এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনও আলোচনা হয়নি। বরং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্যই তো কানাডার রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে এসেছেন।

মন্ত্রী জানান, কানাডাতে বাংলাদেশিরা যাতে বেশি অভিবাসন করতে পারে, সে জন্য কোনও অগ্রাধিকার দেওয়া যায় কিনা, বিশেষ করে কৃষিখাতে, সেটি নিয়ে আলোচনা করেছি।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
পাঁচ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন কাতারের আমির, সই হবে ১১টি দলিল
সর্বশেষ খবর
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে