জনগণের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের আগে গত ১৫ বছরে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে। এটা গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব। এই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সংস্কার কমিশন গঠনের কারণ সম্পর্কে মাহফুজ আলম বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে পিষ্ট ছিল। এখন জনগণের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি যেমন আছে, তেমনি নির্বাচনের আগে গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব আছে। সেটা হচ্ছে দেশের যে প্রতিষ্ঠানগুলো গত ১৫ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলো জনগণের স্বার্থে কাজ করতে পারছে না, সেগুলোকে ঢেলে সাজানো।
তিনি বলেন, প্রাথমিকভাবে ছয়টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করবে। তাদের ওপর যেন কোনও রাজনৈতিক চাপ না থাকে সে ব্যাপারে আলোচনা হয়েছে।
ছয়টি ছাড়াও আরও সংস্কার কমিশন গঠনের ইঙ্গিত দিয়ে মাহফুজ আলম বলেন, পরবর্তীতে আরও সংস্কার কমিশন গঠনের প্রস্তাব টেবিলে আছে।