X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

তিন দেশ থেকে ফিরিয়ে আনা হলো ২৫৬ বাংলাদেশিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ১৪:৫২আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৪:৫২

লিবিয়ার বেনগাজী ও তার পার্শ্ববর্তী অঞ্চল, তিউনিসিয়া এবং যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক ২৫৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়া ও লেবাননের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তারা দেশে ফিরতে পেরেছেন।  

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে এবং বুধবার (১৩ নভেম্বর) ভোরে আলাদা তিনটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রবাসী বাংলাদেশিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

লিবিয়া থেকে আজ ভোর সোয়া ৬টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে ১৪৩ বাংলাদেশি, ভোর সাড়ে ৫টায় তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিউনিসিয়া থেকে ১৮ জন এবং এমিরেটসের একটি ফ্লাইটে লেবানন থেকে ৯৫ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

স্বেচ্ছায় ফেরত আসতে ইচ্ছুক বাংলাদেশিদের সহায়তা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়া ও তিউনিসিয়া থেকে প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে সেখানে গিয়েছিলেন। ইউরোপ যাত্রার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় দেশদুটিতে অনুপ্রবেশ করেন তারা। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

আইওএম এর পক্ষ থেকে তিউনিশিয়া থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে ৫ হাজার ৪৫০ টাকা এবং লিবিয়া থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৬ হাজার টাকা, সঙ্গে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। যাদের প্রয়োজন তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সম্পূর্ণ সরকারি ব্যয়ে এ পর্যন্ত মোট ৪৬৫ বাংলাদেশিকে এবং আইওএম স্পন্সরে ১৫১ জনকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে সহায়তা করছে সেখানকার দূতাবাস

গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন। এর পর ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন, ২৮ অক্টোবর মধ্যরাতে ৩০ জন, ২৯ অক্টোবর রাতে ৩৬ জন, ৩১ অক্টোবর ৫২ জনকে, ৩ নভেম্বর ৭০ জন এবং ৫ নভেম্বর ১৮১ জনকে দেশে ফিরিয়ে আনা হয়।

লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে চায় তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। এক বিজ্ঞপ্তিতে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

/এসও/এমকেএইচ/এফএস/
সম্পর্কিত
একদিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালালো ইসরায়েল
ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড
সর্বশেষ খবর
ভারত–পাকিস্তান যুদ্ধের খবরে শেয়ারবাজারে বড় ধস
ভারত–পাকিস্তান যুদ্ধের খবরে শেয়ারবাজারে বড় ধস
ভারতের হামলায় ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, দাবি পাকিস্তানের
ভারতের হামলায় ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, দাবি পাকিস্তানের
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি ১৩ মে
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি ১৩ মে
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ