৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৪ এর অনলাইন আবেদন আগামী ২৯ ডিসেম্বর শুরু হবে। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে আবেদন করা যাবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এতথ্য জানান।
গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন তিন হাজার ৪৮৭ জন।
৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাদান ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হয়ে জমাদানের শেষ তারিখ ও সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ছিল।
আবেদন শুরুর আগের দিন অনিবার্য কারণে আবেদন স্থগিত করে পিএসসি।