৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে এক হাজার ৬৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সোমবার (৩০ জুন) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত এক হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন যোগ্য প্রার্থীদের সরকারের সর্বশেষ কোটা নীতি অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো।
মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।