X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

সিভিল এভিয়েশন একাডেমির গোল্ড সদস্যপদ অর্জন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৭

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর আওতাধীন সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিক স্বীকৃতির এক নতুন মাইলফলক অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত আইকা ও গ্লোবাল ইমপ্লিমেনশন সাপোর্ট সিম্পোজিয়াম এ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সেক্রেটারি জেনারেল জুয়ান কার্লস সালাজার একাডেমিকে ট্রেনার প্লাস গোল্ড মেম্বারশিপ ফলক হস্তান্তর করেন।

বেবিচক এর পক্ষে  সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী এই ফলক গ্রহণ করেন।

এ সময় আইকাও এর  গ্লোবাল এভিয়েশন ট্রেনিং-এর প্রধান মিসেস লরা কামাস্ত্রা,  এবং  এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক মিঃ তাও মা,  ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন পরিচালক জন ভার্গাস এই গৌরবময় ফলক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির এর উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

আইকাও সেক্রেটারি জেনারেল তাঁর বক্তব্যে বলেন, "খুব কম দেশই এত অল্প সময়ের মধ্যে সিলভার থেকে গোল্ড ক্যাটাগরিতে উন্নীত হতে পারে। বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমির এই অর্জন সম্ভব হয়েছে এর চেয়ারম্যানের অসামান্য দিকনির্দেশনা ও সার্বক্ষণিক তদারকির ফলে। এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য সিভিল এভিয়েশন একাডেমি এর সংশ্লিষ্ট সকল সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন।

উল্লেখ্য যে, বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর সিভিল এভিয়েশন একাডেমি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিলভার থেকে গোল্ড সদস্যপদ অর্জনের লক্ষ্যে নির্দেশনা দেন। পরবর্তীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জিত হয়। 

এদিকে পদক অর্জন করায় বেবিচক  চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন সত্যিকার অর্থেই এটি বিশাল অর্জন। অল্প সময়ের মধ্যেই আমরা এটি অর্জন করতে পেরেছি। এর ফলে বাংলাদেশের এভিয়েশন সেক্টরে আরও অনেক দক্ষ জনবল এবং বিশেষজ্ঞ তৈরি হবে।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা প্ল্যাটিনাম ক্যাটাগরিতেও উন্নীত হতে পারবো। এছাড়া বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিক স্বীকৃতির এক নতুন মাইলফলক এর জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য , আধুনিক ও প্রযুক্তিনির্ভর এভিয়েশন খাতে দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমি আইকাও-এর সক্রিয় সহযোগিতায় প্রশিক্ষণের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এর মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ফলে সিভিল এভিয়েশন একাডেমি সিলভার ক্যাটাগরি থেকে গোল্ড ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। একাডেমি নিয়মিতভাবে আন্তর্জাতিক প্রশিক্ষণ আয়োজনসহ ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে, যা শুধু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জন্যই নয়, বরং দেশি-বিদেশি এয়ারলাইন্সের জন্যও ব্যাপক সুবিধা বয়ে আনবে।

/এস/
সম্পর্কিত
কর্মচারীদের বিক্ষোভ নিয়ে যা বললো বেবিচক
সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ মিছিল থেকে চেয়ারম্যানের পদত্যাগ দাবি
সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
সর্বশেষ খবর
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
ধানমন্ডিতে চলছে হাল ফ্যাশন ঈদমেলা
ধানমন্ডিতে চলছে হাল ফ্যাশন ঈদমেলা
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল