জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, চরম দুর্যোগপ্রবণ এলাকার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাজেটে আলাদা বরাদ্দ জরুরি।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সুইডেন দূতাবাসের অর্থায়নে ‘মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)’ আয়োজিত ‘উইমেন লিডিং দ্য ওয়ে: ইনফ্লুয়েন্সিং পলিসি অ্যান্ড কোলাবোরেটিভ ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক কনফারেন্সে তিনি এ কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, ‘জলবায়ুর পরিবর্তন নিয়ে আমাদের বিশ্লেষণ ও উপলব্ধির জায়গা বেড়েছে, কিন্তু খুব বেশি গুছিয়ে কাজে এগোতে পারিনি। জলবায়ু নিয়ে আমরা বহুদিন হলো কাজ করছি, কিন্তু কাজগুলো খুব বিচ্ছিন্নভাবে হয়। আমরা ন্যায্যতার কথা বললেও বরাদ্দের ক্ষেত্রে এর প্রতিফলন থাকে না।’
অনুষ্ঠানে আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও নীতিমালা তৈরির সময় তাদের গুরুত্ব দেওয়া হয় না। নারীদের আয় কমে, গৃহস্থালির চাপ বাড়ে, কিন্তু এর নির্দিষ্ট পরিসংখ্যান নেই।
এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় নীতিনির্ধারণে তৃণমূলের নারীদের মতামতকে গুরুত্ব দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সুইডেন দূতাবাসের মারিয়া স্ট্রিডসম্যান বলেন, ‘টেকসই ভবিষ্যতের জন্য নারীদের অভিযোজনের কেন্দ্রে রাখতে হবে।’