X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে তিন পদ্ধতি বিবেচনায় নিচ্ছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৪

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি বিবেচনায় নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পদ্ধতিগুলো হলো—পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। এসব পদ্ধতির কার্যকারিতা যাচাই করে বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন ১৭৮টি দেশের মধ্যে ১১৫টি দেশের প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থার ওপর গবেষণা করেছে। দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হচ্ছে—দূতাবাসের মাধ্যমে ভোটদান, এরপর পোস্টাল ব্যালট ও অনলাইন/প্রক্সি ভোটিং। তবে বাংলাদেশের প্রবাসীদের বিস্তৃতি বিবেচনায় দূতাবাসভিত্তিক পদ্ধতি কার্যকর নয়।

তিনি বলেন, তিনটি পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা মূল্যায়ন করতে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন এবং ১০টি উপস্থাপনা তুলে ধরেন।

তিনি আরও বলেন, প্রতিটি পদ্ধতিরই কিছু দুর্বলতা আছে। তাই একক কোনও পদ্ধতির বদলে মিশ্র পদ্ধতির দিকে যাওয়া হতে পারে। ভোট যেভাবেই হোক, সব ক্ষেত্রে অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।

প্রক্সি ভোটিং প্রসঙ্গে কমিশনার বলেন, প্রবাসীদের বৃহৎ অংশকে ভোটের আওতায় আনতে চাইলে প্রক্সি পদ্ধতি একটি কার্যকর বিকল্প হতে পারে। যদিও এ পদ্ধতির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বর্তমানে বিশ্বের ২৫টি দেশ বিভিন্ন গ্রুপের জন্য প্রক্সি ভোটিং চালু করেছে। ইউকে, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে এটি সবার জন্য উন্মুক্ত।

তিনি আরও জানান, প্রবাসীদের ভোটগ্রহণ শুরু করার আগে পরীক্ষামূলক (মক টেস্ট) সীমিত পরিসরে তিনটি পদ্ধতিরই প্রয়োগ করা হবে। এর জন্য একটি পরামর্শক কমিটি (অ্যাডভাইজরি টিম) গঠনের পরিকল্পনাও রয়েছে।

তবে কবে থেকে এই পদ্ধতি কার্যকর হবে তা এখনই বলা সম্ভব নয় বলে জানান ইসি। তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়ন ও সময়সূচি নির্ভর করে পুরো পরিকল্পনাটি বাস্তবায়িত হবে।

সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজও উপস্থিত ছিলেন।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
প্রহসনের নির্বাচনের অভিযোগদায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, বাদ পড়লো ডিসি-এসপির কমিটি ও ইভিএম
সর্বশেষ খবর
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
গুম সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ বর্ণনা
গুম সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ বর্ণনা
স্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল