X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে তিন পদ্ধতি বিবেচনায় নিচ্ছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৪

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি বিবেচনায় নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পদ্ধতিগুলো হলো—পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। এসব পদ্ধতির কার্যকারিতা যাচাই করে বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন ১৭৮টি দেশের মধ্যে ১১৫টি দেশের প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থার ওপর গবেষণা করেছে। দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হচ্ছে—দূতাবাসের মাধ্যমে ভোটদান, এরপর পোস্টাল ব্যালট ও অনলাইন/প্রক্সি ভোটিং। তবে বাংলাদেশের প্রবাসীদের বিস্তৃতি বিবেচনায় দূতাবাসভিত্তিক পদ্ধতি কার্যকর নয়।

তিনি বলেন, তিনটি পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা মূল্যায়ন করতে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন এবং ১০টি উপস্থাপনা তুলে ধরেন।

তিনি আরও বলেন, প্রতিটি পদ্ধতিরই কিছু দুর্বলতা আছে। তাই একক কোনও পদ্ধতির বদলে মিশ্র পদ্ধতির দিকে যাওয়া হতে পারে। ভোট যেভাবেই হোক, সব ক্ষেত্রে অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।

প্রক্সি ভোটিং প্রসঙ্গে কমিশনার বলেন, প্রবাসীদের বৃহৎ অংশকে ভোটের আওতায় আনতে চাইলে প্রক্সি পদ্ধতি একটি কার্যকর বিকল্প হতে পারে। যদিও এ পদ্ধতির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বর্তমানে বিশ্বের ২৫টি দেশ বিভিন্ন গ্রুপের জন্য প্রক্সি ভোটিং চালু করেছে। ইউকে, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে এটি সবার জন্য উন্মুক্ত।

তিনি আরও জানান, প্রবাসীদের ভোটগ্রহণ শুরু করার আগে পরীক্ষামূলক (মক টেস্ট) সীমিত পরিসরে তিনটি পদ্ধতিরই প্রয়োগ করা হবে। এর জন্য একটি পরামর্শক কমিটি (অ্যাডভাইজরি টিম) গঠনের পরিকল্পনাও রয়েছে।

তবে কবে থেকে এই পদ্ধতি কার্যকর হবে তা এখনই বলা সম্ভব নয় বলে জানান ইসি। তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়ন ও সময়সূচি নির্ভর করে পুরো পরিকল্পনাটি বাস্তবায়িত হবে।

সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজও উপস্থিত ছিলেন।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
আগামী নির্বাচনের ব্যালটে নৌকা প্রতীক থাকতে পারবে না: সারোয়ার তুষার
সর্বশেষ খবর
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল
জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’