X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

পেরুর সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন উপদেষ্টা পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ১৮:০৯আপডেট : ০৬ মে ২০২৫, ১৮:০৯

বাংলাদেশ ও পেরুর মধ্যে সই হতে যাওয়া কূটনৈতিক, বিশেষ এবং সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসার প্রয়োজনীয়তা ছাড়ের বিষয়ে পেরু এবং বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাদেশ ও পেরুর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, শ্রম বাজার সম্প্রসারণ ও পারস্পরিক সম্পর্ককে জোরদার করার জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে সুরক্ষা সেবা বিভাগ এই চুক্তির খসড়া অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠায়। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর তা চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া উপদেষ্টা পরিষদের সভায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উত্থাপন করলে বিস্তারিত পর্যালোচনার পর তা পুনরায় উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্যান্য আইনের মধ্যে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদ-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত অগ্রগতির মূল চালক ও পরিবর্তনের ধারক হিসেবে তারুণ্যের শক্তিকে ক্ষমতায়িতকরণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সৃজনশীল ও উদ্যমী যুবদের অংশগ্রহণকে উৎসাহিত ও নিশ্চিত করার মাধ্যমে সুশাসন ও সামাজিক উন্নয়নে যুবদের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ, যুব উদ্যোক্তাদের কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি এবং বৈশ্বিক শ্রম বাজারের চাহিদার সঙ্গে তাদের দক্ষতার সমন্বয় করতে বিশ্বব্যাপী চাহিদা আছে  এরূপ প্রশিক্ষণ প্রদান, যুব উদ্ভাবকদের উদ্ভাবন পরবর্তী উদ্যোক্তা হওয়ার বিষয়ে বিদ্যমান সুবিধা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে গবেষণা পরিচালনা করা এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি, যুব উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রয়ের জন্য ‘যুব শপ স্থাপন’, বিভিন্ন স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক মেলার আয়োজন এবং এসব মেলায় যুব উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণের উদ্দেশ্যে প্রণীত ‘জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫’ উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
হাতিরঝিল-পান্থকুঞ্জ রক্ষায় প্রধান উপদেষ্টাকে গাছ রক্ষা আন্দোলনের চিঠি
সর্বশেষ খবর
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
যুবদল নেতা শামীম হত্যা: সাবেক এমপি আমিরুল মিলন কারাগারে
যুবদল নেতা শামীম হত্যা: সাবেক এমপি আমিরুল মিলন কারাগারে
আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপ জয়ী গালভান না ফেরার দেশে
আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপ জয়ী গালভান না ফেরার দেশে
মেহেরপুরের সড়কে প্রাণ গেলো দুই জনের
মেহেরপুরের সড়কে প্রাণ গেলো দুই জনের
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ