আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতেছিল ১৯৭৮ সালে। ওই আসরে প্রত্যেক ম্যাচে খেলা লুইস গালভান সোমবার ৭৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
কিডনির সমস্যায় গত কয়েক সপ্তাহ ধরে কর্দোবার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গালভান।
প্রথমবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল অধিনায়ক ড্যানিয়েল পাসারেলার রক্ষণভাগ, তার পাশে থেকে প্রতিপক্ষের সামনে দেয়াল হয়ে ছিলেন গালভান।
ওইবার বুয়েন্স আয়ার্সে অতিরিক্ত সময়ের খেলায় ৩-১ গোলে নেদারল্যান্ডসকে হারায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতি দিয়েছে, ‘ক্লাউদিও তাপিয়ার মাধ্যমে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ১৯৭৮ বিশ্বকাপ আর্জেন্টিনার জাতীয় দলের ডিফেন্ডার লুইস গালভানের মৃত্যুতে শোক জানাচ্ছে। তার পরিবার ও প্রিয়জনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছে।’
গালভান তার ক্লাব ক্যারিয়ারের অধিকাংশ সময় তাল্লারেস দে কর্দোবার হয়ে খেলেন। ২৫০টিরও বেশি ম্যাচে ক্লাবটির জার্সি পরেন। ১৯৮২ সালের বিশ্বকাপেও খেলেছেন তিনি।
আর্জেন্টাইন ফুটবল আইকন গোলকিপার উগো গাত্তির মৃত্যুর দুই সপ্তাহ পর গালভানও পরপারে পাড়ি জমালেন।