গত পাঁচ বছরে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সারাদেশে সাতশোটির বেশি মামলা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ মে) ইসির আইন শাখার কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেন।
কমিশনের সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলামের প্রস্তুত করা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে এ পর্যন্ত এসব মামলা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলাই এখনও নিষ্পত্তি হয়নি। কিছু মামলা উচ্চ আদালতে এবং কিছু জেলা নির্বাচন ট্রাইব্যুনালে চলমান রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে ১৩২টি, আর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হয়েছে ২টি মামলা।
এছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচন ঘিরে মামলার সংখ্যা উল্লেখযোগ্য। এর মধ্যে— ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫৯০টি; পৌরসভা নির্বাচন ৪৬টি; উপজেলা নির্বাচন ২৮টি ও সিটি করপোরেশন নির্বাচন ১৪টি।
ইসি কর্মকর্তারা জানান, কোনও মামলায় কমিশনকে পক্ষ করা হলে, তা লড়তে হয় কমিশনের অনুমোদন সাপেক্ষে। জাতীয় ও স্থানীয় নির্বাচন সামনে রেখে কমিশন মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে তথ্য চেয়ে মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করছে। এতে উঠে এসেছে ৭২০টিরও বেশি মামলার তথ্য।