X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

লোককবি আবদুল হাই মাশরেকীর ৯৭তম জন্মদিন কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৯:২৮আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৯:৩৫



কবি আবদুল হাই মাশরেকী লোককবি আবদুল হাই মাশরেকীর ৯৭তম জন্মদিন পালিত হবে আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কবি আবদুল হাই মাশরেকী স্মৃতি পরিষদ,স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের আয়োজন করেছে।
এদিকে ঢাকায় লোককবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র, নাট্যযোদ্ধা ও গুণিজন ডটকম যৌথভাবে আগামী ২০-২১ এপ্রিল জাতীয় শিল্পকলা একাডেমিতে দু’দিনব্যাপী কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী,বিশেষ অতিথি থাকবেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান এবং বিএফইউজের সাবেক সভাপতি ও সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতি সত্তার কবি নূরুল হুদা,আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা শংকর সাওজাল,সঙ্গীত বিশেষজ্ঞ সেলিম রেজা প্রমুখ। পরিবেশিত হবে কবির রচিত জনপ্রিয় দেশাত্মবোধক, আধুনিক, পল্লী ও পালা গান।
দ্বিতীয় দিন কবির রচিত ‘মানুষ ও লাশ’ গল্প অবলম্বনে পরিবেশিত হবে নাটক। ফয়সাল আহমেদের পরিচালনায় ‘নাট্যযোদ্ধা’ শিল্পীবৃন্দ এতে অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
১৯১৯ সালের ১ এপ্রিল ময়মনসিংহে ঈশ্বরগঞ্জের কাঁকনহাটি গ্রামে মামার বাড়িতে আবদুল হাই মাশরেকী জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে ৪ ডিসেম্বর ঈশ্বরগঞ্জের দত্তপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।
তিরিশ-চল্লিশের দশকে অসাম্প্রদায়িক ও মানবতাবাদী কবি আবদুল হাই মাশরেকীর সাহিত্যকর্ম সকলের কাছে সমাদৃত হয়।সওগাত, মাহে-নও,দিলরুবা, মোহাম্মদী, পরিচয়, কৃষিকথা, পূবালী, এলান, সংবাদ, আজাদ, ইত্তেফাক প্রভৃতি পত্রিকায় কবি আবদুল হাই মাশরেকীর কবিতা, গান, গল্প নাটক ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়। কলকাতায় থাকাকালীন এইচএমবি’তে তার রাখাল বন্ধু,জরিনা সুন্দরী ও জনপ্রিয় অনেক গান রের্কড হয়। পরবর্তী সময় ঢাকার এইচএমবি’তেও কবির অনেক গান রের্কড হয়েছে। তৎকালীন আকাশ বাণী,রেডিও পাকিস্তান ও বাংলাদেশ বেতারে তার বহু গান নিয়মিত প্রচার হতো।এখনও কবির অনেক লেখা বই আকারে প্রকাশিত হয়নি।
লোককবি আবদুল হাই মাশরেকীর গ্রন্থসমূহের মধ্যে হচ্ছে,কিছু রেখে যেতে চাই (কাব্য), কুলসুম (গল্প),বাউল মনের নকশা (গল্প),মাঠের কবিতা মাঠের গান (কাব্য),দুখু মিয়ার জারি (গান),মানুষ ও লাশ (গল্প),নদী ভাঙে (গল্প), ভাটিয়ালী (কাব্য),দেশ দেশ নন্দিতা (কাব্য),কাল নিরবধি (কাব্য),হযরত আবু বকর (রা.) পুঁথি, স্বদেশের প্রতি হযরত মোহাম্মদ (সা.)(কাব্য),নতুন গাঁয়ের কাহিনী (নাটক), সাঁকো (নাটক),আবদুল হাই মাশরেকীর পল্লীগীতি, আকাশ কেন নীল (অনুবাদ) ইত্যাদি। এ ছাড়াও অনেক আধুনিক, দেশাত্মবোধক গান ও গণসঙ্গীত রয়েছে কবির।

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন