X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠক করবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ২২:৩৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ২২:৪০

নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আবারও বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ এপ্রিল কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক হবে।
বৈঠকে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও কোস্টগার্ডের প্রধানদের উপস্থিত থাকতে বলা হবে। ইউপি নির্বাচনে প্রাণহানি ও নির্বাচনি অনিয়ম কীভাবে কমানো যায়, কমিশন সে বিষয়ে বাহিনী প্রধানদের সঙ্গে আলোচনা করবে বলে জানা গেছে।
সোমবার কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ৩ মার্চ কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছিল।
এখন পর্যন্ত দুই ধাপের নির্বাচনে সহিংসতা ও দাঙ্গায় অন্তত ৩৯ জনের প্রাণহানি এবং আড়াই হাজারের বেশি লোক আহত হয়েছেন। এসব সহিংসতার ঘটনার জন্য রাজনৈতিক দলসহ সব মহল থেকে কমিশনের ওপর দায় চাপানো হচ্ছে। বিএনপি, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টিসহ আরও কয়েকটি দল অভিযোগ করেছে— নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ব্যাপক কারচুপি, কেন্দ্র দখল ও জালভোটের মহোৎসব চলছে।
কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনি অনিয়মের কারণে এ পর্যন্ত পুলিশের ১১ জন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পুলিশের ছয়জন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন জেলা পুলিশ সুপারকে কমিশনে ডেকে সতর্ক করা হয়েছে। কারচুপির অভিযোগে বিভিন্ন ইউপিতে ১০২ কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে যাদের প্রতীকে ভোট দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এবং অনিয়মের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চারজন ওসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্যত্র বদলি করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৩০ জনকে ৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

/ইএইচএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের