X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘অনিবন্ধিত সিম চিরতরে বন্ধ করা হবে’

হিটলার এ. হালিম
১৯ এপ্রিল ২০১৬, ০৭:৪৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ০৭:৫৯

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপ) মোবাইলফোনের সিম নিবন্ধন আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে। এরপরে আর সময় বাড়ানো হবে না। তবে ওই সময়ের পরে যেসব সিম অনিবন্ধিত থাকবে সেগুলো ১ মে থেকে পর্যায়ক্রমে কিছু সময়ের জন্য বন্ধ রেখে গ্রাহকদের সতর্ক করা হবে। এরপরও যদি গ্রাহক সিম নিবন্ধন না করেন তাহলে অনিবন্ধিত সিম চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, অনিবন্ধিত সিমের ক্ষেত্রে ১ মে এক ঘণ্টা, ২ মে ৩ ঘণ্টা, ৩  মে আরও বেশি সময়- এভাবে পর্যায়ক্রমে সিম বন্ধ রাখা হবে। গ্রাহকরা তারপরও যদি সিম নিবন্ধন না করেন তাহলে সেসব সিম একেবারে বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, সোমবার পর্যন্ত ৬ কোটি ৩৫ লাখ সিমের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ অগ্রগতি সন্তোষজনক। আশা করি, বাকি দিনগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক সিম নিবন্ধন সম্পন্ন হবে।
আরও পড়ুন: বিমা খাতে অবৈধ ক্যাশ লেনদেন জনপ্রিয়

তারানা হালিম  বলেন, এর মধ্যে কিছু সিম (যেগুলো বিভিন্ন ধরনের অপকর্মে ব্যবহার যেমন অবৈধ ভিওআইপি, হুমকি-ধমকি,সন্ত্রাসী কার্যক্রমে) এমনিই বন্ধ হয়ে যাবে, ওগুলোর নিবন্ধন কেউ করবে না। সেই হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি উল্লেখযোগ্যসংখ্যক সিম নিবন্ধনের কাজ শেষ হবে।
প্রতিমন্ত্রী  জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য মোবাইলফোন অপারেটরগুলো সারাদেশে ১ লাখ ডিভাইস ব্যবহার করছে। প্রতিটি ডিভাইসে যদি প্রতিদিন অন্তত ৫০ জন করে সিম নিবন্ধন করেন তাহলেও অবশিষ্ট ১২ দিনে উল্লেখযোগ্যসংখ্যক সিমের নিবন্ধন শেষ হবে।

অারও পড়ুন: অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরাই শক্তিশালী, ঢামেকের চারপাশে তারা ঘিরে থাকে
এই মুহূর্তে তারানা হালিম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম নিবন্ধন, মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন এবং ইন্টারনেটের দাম কমানো–এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে  অগ্রসর হচ্ছেন। জানালেন, সামনে আসছে মোবাইলফোন নম্বর পোর্টেবিলিটি (এমএনপি)। এগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারলে যুদ্ধের একটা অংশ শেষ হবে।

 

/এমএসএম/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
ফিফা ক্লাব বিশ্বকাপআল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব