X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ফের বরখাস্ত গাজীপুরের সিটি মেয়র মান্নান

গাজীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ২১:০২আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২১:০২

ফের বরখাস্ত গাজীপুরের সিটি মেয়র মান্নান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ সোমবার মান্নানকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে, যা মঙ্গলবার প্রকাশিত হয়।

মেয়র মান্নানের পূর্বের বরখাস্তের আদেশ উচ্চ আদালত স্থগিত করার পর নতুন অভিযোগপত্রে নাম আসায় তাকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের সহকারী সচিব নেজামুল হক জানান, মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বরখাস্তের নতুন আদেশ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এসে পৌঁছেনি।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলার অভিযোগপত্র স্পেশাল ট্রাইব্যুনালে গৃহীত হওয়ায় তাকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতা বলে সাময়িক বরখাস্ত করা হলো।

আরও পড়তে পারেন: শফিক রেহমানের বাসা থেকে ষড়যন্ত্রের নথি জব্দ: মনিরুল

এর আগেও জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র ২০১৫ সালের ১২ মে গাজীপুরের জ্যোষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গৃহীত হওয়ায় ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে। জামিনে কারামুক্তির পর গত ৩১ মার্চ ওই সাময়িক বহিস্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন অধ্যাপক এম এ মান্নান। গত ১১ এপ্রিল মেয়র মান্নানকে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পরে ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন।

এরপর গত ১৬ এপ্রিল বিএনপি নেতা মান্নানকে নাশকতার মামলায় আবারও গ্রেপ্তার করে পুলিশ। অধ্যাপক এম এ মান্নানের অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়তে পারেন: প্রাথমিকে বৃত্তি পেলো সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

উল্লেখ্য, পেট্রোলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বারিধারার নিজ বাসা থেকে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। উচ্চ আদালত থেকে ২২টি মামলার সবগুলোতেই জামিন লাভের পর গত ২ মার্চ তিনি কারামুক্ত হন। তবে কারামুক্ত হওয়ার দেড় মাসের মাথায় গত ১৬ এপ্রিল বিএনপি নেতা মান্নানকে নাশকতার মামলায় আবারও গ্রেপ্তার করে পুলিশ। এম এ মান্নান বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি রয়েছেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প