X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ফের বরখাস্ত গাজীপুরের সিটি মেয়র মান্নান

গাজীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ২১:০২আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২১:০২

ফের বরখাস্ত গাজীপুরের সিটি মেয়র মান্নান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ সোমবার মান্নানকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে, যা মঙ্গলবার প্রকাশিত হয়।

মেয়র মান্নানের পূর্বের বরখাস্তের আদেশ উচ্চ আদালত স্থগিত করার পর নতুন অভিযোগপত্রে নাম আসায় তাকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের সহকারী সচিব নেজামুল হক জানান, মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বরখাস্তের নতুন আদেশ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এসে পৌঁছেনি।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলার অভিযোগপত্র স্পেশাল ট্রাইব্যুনালে গৃহীত হওয়ায় তাকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতা বলে সাময়িক বরখাস্ত করা হলো।

আরও পড়তে পারেন: শফিক রেহমানের বাসা থেকে ষড়যন্ত্রের নথি জব্দ: মনিরুল

এর আগেও জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র ২০১৫ সালের ১২ মে গাজীপুরের জ্যোষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গৃহীত হওয়ায় ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে। জামিনে কারামুক্তির পর গত ৩১ মার্চ ওই সাময়িক বহিস্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন অধ্যাপক এম এ মান্নান। গত ১১ এপ্রিল মেয়র মান্নানকে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পরে ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন।

এরপর গত ১৬ এপ্রিল বিএনপি নেতা মান্নানকে নাশকতার মামলায় আবারও গ্রেপ্তার করে পুলিশ। অধ্যাপক এম এ মান্নানের অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়তে পারেন: প্রাথমিকে বৃত্তি পেলো সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

উল্লেখ্য, পেট্রোলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বারিধারার নিজ বাসা থেকে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। উচ্চ আদালত থেকে ২২টি মামলার সবগুলোতেই জামিন লাভের পর গত ২ মার্চ তিনি কারামুক্ত হন। তবে কারামুক্ত হওয়ার দেড় মাসের মাথায় গত ১৬ এপ্রিল বিএনপি নেতা মান্নানকে নাশকতার মামলায় আবারও গ্রেপ্তার করে পুলিশ। এম এ মান্নান বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি রয়েছেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
তুরস্কে বিরোধীদলীয় আরও ৩ মেয়র গ্রেফতার
তুরস্কে বিরোধীদলীয় আরও ৩ মেয়র গ্রেফতার
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ