X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শফিক রেহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১৬:৩৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৬:৩৯





গ্রেফতার শফিক রেহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে রিমান্ডে থাকা প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন।
অপরদিকে আসামির আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া আদালতে পৃথক তিনটি আবেদন করেন। এর মধ্যে প্রথম আবেদনটি আইনজীবী এবং স্ত্রী তালেয়া রহমানসহ ৪ জনকে তার সঙ্গে দেখা করার অনুমতির বিষয়ে,দ্বিতীয়টি আসামিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা বারডেমে সুচিকিৎসার জন্য আবেদন এবং তৃতীয়টি প্রথম শ্রেণির নাগরিক হিসেবে তাকে কারাগারে ডিভিশনের জন্য আবেদন।
শুনানি শেষে আদালত আইনজীবী ও স্ত্রীসহ চারজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আসামির হাজতখানায় ১৫ মিনিট সাক্ষাৎ করার আবেদন মঞ্জুর করেন। তবে সঙ্গে মোবাইল বা কোনও ইলেকট্রনিক্স পণ্য নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন আদালত। অন্য দুটি আবেদন বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত দ্বিতীয় দফার ৫ দিনের রিমান্ড শেষে বুধবার আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন জিজ্ঞাসাবাদে শফিক রেহমান স্বীকার করেছেন যে, তিনি একাধিকবার এই মামলার অপর আসামি মোহাম্মদউল্লাহ মামুনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাসায় কয়েকজন বিএনপির নেতাসহ এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিকের সঙ্গে জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র সম্পর্কে বৈঠক করেছেন। তিনি আরও স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের ওই বৈঠক সম্পর্কে তিনি বাংলাদেশে এসে বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাদের সঙ্গে বৈঠকও করেছিলেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, এ মামলায় অপর আসামি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গত সোমবার ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্তকালে এ সংক্রান্ত কোনও নতুন তথ্য পাওয়া গেলে আসামি শফিক রেহমানকে পুনরায় রিমান্ডে নিতে পুনরায় আবেদন করা হতে পারে। মামলাটি যেহেতু স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তাই আসামি জামিনে মুক্তি পেলে দেশে বিদেশে অবস্থানরত সাক্ষীদের বিভিন্নভাবে প্রভাবিত করে ও প্রলোভন দেখিয়ে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন। তাই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা হোক।
গত ১৬ এপ্রিল সকালে শফিক রেহমানকে (৮২) তার বাসা থেকে আটক করে ডিবি। ওইদিনই তাকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিন ও ২০ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৫ দিনের রিমান্ডে নেয় ডিবি।
/এসআইটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
চবিতে শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকার ঘিরে হট্টগোল, প্রশাসনিক ভবনে তালা
চবিতে শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকার ঘিরে হট্টগোল, প্রশাসনিক ভবনে তালা
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পেয়ে অন্য নারীর প্রেমে পড়লেন স্বামী
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পেয়ে অন্য নারীর প্রেমে পড়লেন স্বামী