X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অভিজিৎ ও দীপনের হত্যাকারী অনেকে দেশ ছেড়েছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১৭:৩৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৭:৫০

 

অভিজিৎ ও দীপন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘অভিজিৎ ও দীপন হত্যায় উল্লেখযোগ্য অগ্রগতি আছে। কারা খুন করেছেন সেই নাম ঠিকানাও পেয়েছি। কেউ কেউ গ্রেফতার হয়েছেন, কিন্তু অনেককে গ্রেফতার করতে পারিনি। এরই মধ্যে অনেকে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছি।’
বুধবার ডিএমপি সদর দফতরে ইসলামী ব্যাংকের উপহার দেওয়া তিনটি পিকআপ ভ্যান গ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
কমিশনার বলেন, ‘পরিকল্পিত খুন যেগুলো  হয়েছে সেগুলো ভাববার বিষয় এবং স্পেশাল অ্যাফোর্ট দেবার বিষয়।’
জঙ্গি সংশ্লিষ্টতায় সারা দেশে ২১ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে ডিএমপি প্রধান বলেন, ‘ব্লগার, প্রকাশক হত্যায় সারা দেশে এ পর্যন্ত ২১টি মামলা হয়েছে। তার মধ্যে ১৬টা মামলার ‘ডিটেকশন’ হয়েছে। আমার ঢাকা মহানগরে মোট ১১টি মামলা হয়েছে। ওই ঘটনাগুলো জঙ্গি গ্রুপ করেছে বলে ধারণা করছি। এই মামলাগুলোর পাঁচটির চার্জশিট দেওয়া হয়েছে। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার রায় হয়েছে। সেখানে আট জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে এবং দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

আরও পড়ুন - অভিজিৎ ও দীপনের হত্যাকারী অনেকে দেশ ছেড়েছে: ডিএমপি কমিশনার  বাংলাদেশে আইএস আছে: বার্নিকাট

তিনি বলেন, ‘অন্যান্য মামলাগুলোর চার্জশিট দেওয়া হয়েছে, কতগুলো মামলার এখনও তদন্ত চলছে। অভিজিৎ হত্যা মামলা,  দীপন হত্যা মামলা যেটি শাহবাগে হয়েছিল,  শুদ্ধস্বরের মালিককে হত্যাচেষ্টা মামলা যেটি মোহাম্মদপুরে হয়েছিল; আরেকটি হলো নিলয় হত্যা মামলা- এগুলো তদন্তাধীন রয়েছে।’

এসব ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘একটি মামলায় চার্জশিট দিতে হলে শুধু সাক্ষী পেলেই হবে না, সেই সাক্ষীর সমর্থনে আলামতের দরকার হবে। বিজ্ঞ আদালতে একজনের অপরাধ প্রমাণ করতে হলে তার একটা ‘কনক্লুসিভ প্রুফ’ বের করতে হবে। শুধু শোনা কথায়, বোঝা কথায়, অনুমান নির্ভর কথায় কাউকে সাজা দেওয়া যায় না। এসব ঘটনায় অচিরেই চার্জশিট দিয়ে দেব।’

আরও পড়ুন: অভিজিৎ ও দীপনের হত্যাকারী অনেকে দেশ ছেড়েছে: ডিএমপি কমিশনার  শফিক রেহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থমেলা থেকে স্ত্রীকে নিয়ে বের হয়ে আসার সময় টিএসসির সামনের ফুটপাতে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই বছর ৩১ অক্টোবর বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সল আরেফিন দীপন।

/এআরআর/ /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৩ ডেপুটি জেলার বদলি
৩৩ ডেপুটি জেলার বদলি
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি