X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বজ্রাঘাত নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা

উদিসা ইসলাম
১৪ মে ২০১৬, ২২:৫৮আপডেট : ১৫ মে ২০১৬, ২১:০৪

বজ্রাঘাত হঠাৎ করে বজ্রাঘাতে একদিনে ৪২ জনের অপমৃত্যুতে উদ্বেগ বেড়েছে জনমনে। যদিও বজ্রাঘাতে প্রতিবছরই মৃতের সংখ্যা কম না। এতো বিশাল সংখ্যক মৃত্যু একদিনে না ঘটায় উৎকন্ঠা এতোদিন দৃশ্যমান হয়নি মন্তব্য করে আবহাওয়াবিদরা বলছেন, গ্রামাঞ্চলে বড় বড় গাছ কেটে চাষের জমি বাড়ানো, বাড়িঘরে কনক্রিটের ব্যবহারসহ বজ্রপাত ঠেকানোর উপাদান কমে যাওয়ায় আগামীতে বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ফলে সচেতনতা তৈরির সময় এখনই। এ মৌসুমে আরও অন্তত ১৫দিন মারাত্মক বজ্রপাতের সম্ভাবনা আছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট গবেষকরা বলেন, শহরাঞ্চলে ঘরবাড়ি বেশি হলেও সেখানে বজ্রনিরোধক থাকায় বজ্রপাতের ঘটনা কম। কিন্তু গ্রামে এই নিরোধক হিসেবে কাজ করতো যে বড় গাছ, তার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে গ্রামাঞ্চলে বজ্রপাতে প্রাণহানি বেশি ঘটতে দেখা যায়। বজ্রপাত বেড়ে যাওয়ার পেছনে সুনির্দিষ্ট প্রমাণভিত্তিক কোনও উপাত্ত না থাকলেও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ -এর তথ্য বলছে, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে বাষ্পীভবনের পরিমাণও বেড়েছে। এর ফলে তৈরি মেঘে মেঘে সংঘর্ষও অনিবার্যভাবে বাড়ছে, যা বজ্রপাত আকারে আঘাত হানছে বলে ধারণা করা যায়।
আবহাওয়াবিদরা দাবি করছেন, বজ্রপাতে মৃত্যুর তালিকা তৈরির সময় ঘটনার সময়কাল ও স্থান হিসেবে দেখা যায়, বেশিরভাগ বজ্রপাত সংঘটিত হয়েছে যখন কৃষক মাঠে অথবা জেলে নদীতে বা জলাশয়ে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। কারণ হিসেবে তারা বলছেন, আগে কৃষিতে কাস্তে ছাড়া ধাতব যন্ত্রপাতির ব্যবহার ছিল না, এখন ট্রাক্টরসহ নানা কৃষি যন্ত্রাংশ বা মুঠোফোনের মতো ধাতব যন্ত্রপাতির ব্যবহার বেড়ে যাওয়া কয়েকটি কারণের মধ্যে উল্লেখযোগ্য।
দুর্যোগ ফোরামের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত কেবল বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা ৪৮। মে মাসে মৃতের সংখ্যা পঞ্চাশের বেশি। আর ১২ মে একদিনেই ১৬ জেলায় কমপক্ষে ৪০ জন মারা গেছেন। ২০১০ থেকে গত ৬ বছরের প্রকাশিত সংবাদের হিসাব বলছে, একেবারেই নজর না দেওয়া এই দুর্যোগে মৃত্যুর সংখ্যা এক হাজারের বেশি। ২০১৫ সালে বজ্রাঘাতে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। আর এই দুর্যোগ এড়াতে হলে প্রতিবছর মে মাসে কিছু সাবধানতা অবলম্বন করলেই সম্ভব। কেননা এই মাসেই বজ্রপাত বেশি ঘটে বলে আবহাওয়াবিদরা বলছেন।
ডিজাস্টার ফোরামের তৈরি করা বজ্রাঘাতে নিহতদের তালিকা সাম্প্রতিক সময়ে বজ্রাঘাতে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় উৎকণ্ঠিত না হয়ে করণীয় নির্ধারণ করার দিকে মনোযোগী হতে বলছেন দুর্যোগ ফোরামের সমন্বয়ক মেহেরুন্নেসা। তিনি বলেন, এটি এমন একটি দুর্যোগ যেখানে সাবধানতা অবলম্বনের সুযোগ আছে। পানিতে না নামা, পাকা বাড়ির নীচে আশ্রয় নেওয়া, ঘন ঘন বজ্রপাত হতে থাকলে খোলা বা উঁচু জায়গায় না থাকা, এমনকি যে বড় গাছ বজ্রপাতে মানুষকে বাঁচায়, সেই উঁচু গাছের নীচেও আশ্রয় না নেওয়া। তিনি আরও বলেন, প্রতিবছর যে পরিমাণ মানুষ বজ্রাঘাতে প্রাণ হারান তার পরিসংখ্যান কম না, একদিনে ঘটে না বলে চোখ এড়িয়ে যায়। ফলে কী করণীয় সেটা মানুষজনকে জানিয়ে সতর্ক করা জরুরি।
উৎকণ্ঠা জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, বজ্রপাতের সম্ভাবনার সময় ধাতব বস্তু স্পর্শ বিষয়ে সাবধান হতে হবে। আর অন্তত ১৫ দিন বজ্রপাতের সম্ভাবনা আছে। ফলে মৃত্যুর মিছিল রোধে সতর্কতার প্রয়োজন।এমনকি বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ থেকে শুরু করে ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করা বিপদজনক। বজ্রপাতের সময় এগুলো স্পর্শ করেও বহু মানুষ আহত হন।
এতো ঘনঘন বজ্রপাতের কারণ বিষয়ে আবহাওয়াবিদ শাহ আলম বলেন, ‘জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশে বর্তমানে বজ্রপাতের সংখ্যা বেড়ে গেছে। কালো মেঘ থেকে বিদ্যুৎ ও বজ্রপাতের সৃষ্টি হয়। বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে জনগণকে জানাতে হবে। মানুষ আসলে জানে না, বজ্রাঘাতে কী করলে মৃত্যু অবশ্যম্ভাবী। আমরা এই বিষয়টি নিয়ে কথাই বলি না বলেই মৃতের সংখ্যা কমেনি। এবং প্রতিবছর আমরা এতোগুলো মানুষকে নিছক অবহেলায় হারাচ্ছি।

/এপিএইচ/ আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি