X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গণভবনের সামনে ঝুঁকিপূর্ণ বিহারি ক্যাম্প, থমকে আছে স্থানান্তরের উদ্যোগ

আমানুর রহমান রনি
১৭ মে ২০১৬, ১০:০৩আপডেট : ১৭ মে ২০১৬, ১২:১৩

রাজধানীর বিহারী ক্যাম্প জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রাজধানীর বিহারি ক্যাম্পগুলো। মাদক বাণিজ্যের অভয়ারণ্য হিসেবে পরিচিত এসব ক্যাম্পে হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড বেড়েই চলছে। কখনও কখনও তাদের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীও থাকে অসহায়। সংঘর্ষের সময় ঘিঞ্জি ক্যাম্পের ভেতরে পুলিশও প্রবেশ করতে পারে না। ভবিষ্যতে আরও ভয়ানক হতে পারে বিহারি ক্যাম্পগুলো। অল্প জায়গায় এতো মানুষের অমানবিক জীবনযাপনকে সহনীয় করে তুলতে ঢাকার বাইরে তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল সরকার। মিরপুরের ক্যাম্পগুলোকে গাজীপুর এবং মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প কেরানীগঞ্জে স্থানান্তর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অজানা কারণে তা থমকে আছে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শহীদ মোহাম্মদ কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরকম একটি উদ্যোগ আমাদের ছিল। তবে তা এখনও প্রকল্প আকারে আসেনি। এ বিষয়ে বলার মতো তেমন কোনও অগ্রগতি আমার কাছে নেই।’ রাজধানীর বিহারী ক্যাম্প

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ২০১৪ সালের জুন মাসে মিরপুরের বিহারি ক্যাম্পে আগুনে দশজনের প্রাণহানির ঘটনা ও মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পটি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের অন্যত্র পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়াও এসব ক্যাম্পে বসবাস করা অবাঙালিরাও এখানে আর থাকতে চাচ্ছেন না। তাই তাদের ঢাকার বাইরে কোথাও প্লট দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। যা এখনও আলোচনায় আছে। মিরপুরের বিহারি ক্যাম্পের জন্য গাজীপুর এবং মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের জন্য কেরানীগঞ্জ জায়গা খোঁজা হয়। তবে তা বর্তমানে স্থগিত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গৃহায়ন কর্তৃপক্ষের এক প্রকৌশলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক আগে একটু কাজ হয়েছিল। তবে এখনও আর এ নিয়ে কোনও কাজ হচ্ছে না। বর্তমানে কি অবস্থায় আছে তাও আমি বলতে পারব না।’

সরকারের ওই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন ক্যাম্পে বসবাসকারী অবাঙালিরা। তাদের দাবি ছিল,পুনর্বাসন প্রক্রিয়ায় বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সম্পৃক্ত করে যেকোনও সিদ্ধান্ত নেওয়া। তবে বর্তমানে সরকারি এই উদ্যোগের কোনও অগ্রগতি না হওয়ায় তারাও অসন্তুষ্ট। ক্যাম্পের অনেকেই এখন আর সেখানে পরিবার নিয়ে থাকতে চাচ্ছেন না। বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ায় সেখানে বসবাসকারী পরিবারগুলো নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজধানীর বিহারী ক্যাম্প

স্ট্র্যান্ডেড পাকিস্তানি জেনারেল রিপার্টিশন কমিটির (এসপিজিআরসি) সাধারণ সম্পাদক শওকাত আলী বলেন, ‘আমরা এখান থেকে বের হতে পারলে বাঁচি। এখানে আমরাও থাকতে চাচ্ছি না। কিন্তু করার কিছুই নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের এই দাবি জানিয়েছি। তিনি আমাদের পুনর্বাসনের আশ্বাসও দিয়েছিলেন। কাজ চলছে বলে আমরা জানি। এই প্রধানমন্ত্রী থাকলে আমাদের পুনর্বাসন হবে।’

তিনি বলেন, ‘ঢাকার বাইরের ক্যাম্পগুলোতেও সমস্যা। ধীরে ধীরে সেগুলোও ঠিক করা হবে বলে আমাদের আশ্বাস দিয়েছে সরকার।’

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও মিরপুরে প্রায় ৩২টি বিহারি ক্যাম্প রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জেলা শহরেও অবাঙালি বিহারি ক্যাম্প রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, যশোর, জামালপুর, পাবনা, ময়মনসিংহ, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব মো. আব্দুস সাত্তার এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত না। তারপরও ফাইল দেখে এবিষয়ে জানাতে পারব।’

ছবি তুলেছেন: নাসিরুল ইসলাম।

আরও পড়ুন- 

তনুর কাপড়ে ধর্ষণের আলামত, অভিযুক্ত তিন পুরুষ

মিয়ানমার থেকে মর্টার নিক্ষেপের কারণ জানতে চাইবে সরকার

/এআরআর/এমও/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাণহানি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: কাদের
প্রাণহানি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: কাদের
কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান
কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
সর্বাধিক পঠিত
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা