ঋণ জালিয়াতির এক মামলায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার সাবেক এক সহকারী ব্যবস্থাপকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ব্যাংকটির সাবেক সহকারী ব্যবস্থাপক সাইফুল হাসান, ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। সাজাপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন।
আসামিরা গ্রেফতারের বা আত্মসমর্পণের পর থেকে এ দণ্ডাদেশ কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখা থেকে নিয়ম বহির্ভূতভাবে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়। এর মধ্যে এ প্রথম মামলার রায় হলো।
দুদকের অনুসন্ধানে জানা যায়, হলমার্ক জালিয়াতির ঘটনার সময় সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে হলমার্ক ছাড়াও আরও পাঁচটি প্রতিষ্ঠান একই কায়দায় ঋণ জালিয়াতি করেছে। প্যারাগন নিট কম্পোজিট লিমিটেড সেই পাঁচ প্রতিষ্ঠানের একটি।
মামলায় এজাহার থেকে জানা যায়, ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৬১০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে এ টাকা আত্মসাৎ করেন।
২০১৩ সালের ২৮ মে দুদকের সহকারী পরিচালক নাজমুচ্ছাদাত বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জুন দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চার আসামির মধ্যে সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান মারা গেছেন। খবর বাসস।
আরও পড়ুন: ময়নাতদন্তকারী চিকিৎসককে তনুর বাবার লিগ্যাল নোটিশ
/এসটি/