X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গণবাহিনী আ.লীগের নেতা-কর্মীদের হত্যা না করলে দেশে দুর্দিন আসতো না: ফিরোজ রশীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৩:১০আপডেট : ১৪ জুন ২০১৬, ১৩:১৪

কাজী ফিরোজ রশীদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সুর মিলিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের ‘দুর্দিন’-এর জন্য জাসদকেই দায়ী করেন। ফিরোজ রশীদ বলেন, ‘মুক্তিযুদ্ধের পর জাসদ গণবাহিনী গঠন করে বেছে বেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের এভাবে হত্যা না করলে দেশে দুর্দিন হতো না। বঙ্গবন্ধুর মতো এতবড়  জাতীয় নেতাকে আমরা হারাতাম না।’
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় জাতীয় পার্টির এমপিদেরকে সরাসরি সম্প্রচারে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) না দেখানোর অভিযোগ তুলে এর জন্য তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দায়ী করেন। ফিরোজ রশীদ এ বিষয়ে স্পিকারের কাছে প্রকেটশন চান।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার টেলিভিশনে আপনাকে এবং সরকারি দলকে বেশি দেখানো হয়। কিন্তু আমাদের দেখায় না। কারণ হলো, তথ্যমন্ত্রী জাসদের। আমরা ছাত্রলীগ করতাম। একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। একই বিছানা থেকে ওঠে উনি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। আমাদের গুনে গুনে বিশলাখ মানুষকে জাসদ হত্যা করেছে। আওয়ামী লীগের লোককে বেছে বেছে হত্যা করেছে। এভাবে হত্যা না করলে দেশের আজকের এই দুর্দিন হতো না। বঙ্গবন্ধুর মতো এত বড় জাতীয় নেতাকে আমরা হারাতাম না। বঙ্গবন্ধুকে হত্যার পর সারা দেশে বিশৃংখলা সৃষ্টি হলো। এর সুযোগটা নিলো কুচক্রী মহল এবং সেজন্যই জাতি এখনও পর্যন্ত ভুগছে।’

জাসদের গণবাহিনীর অভিজ্ঞতার কথা তুলে ধরে জাতীয় পার্টির এই নেতা ভবিষ্যতে গুপ্তহত্যাকারীদের সংসদে নিয়ে আসার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীতো নীলকণ্ঠ। বিষ খেয়ে হজম করতে পারেন। উনি সমস্ত বিষ খেয়ে হজম করেন। জাসদ আজ সংসদে আছে। আমার মনে হয়, এখন যারা গুপ্তহত্যা করছে তাদেরকেও উনি ভবিষ্যতে সংসদে নিয়ে আসবেন।’

সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জের ধরে তিনি বলেন, ‘আমাদের মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ যথার্থ বলেছেন। এই ইনু সাহেবরা জাসদ করে, সংসদে ঢুকে এসব করছে (টিভিতে না দেখানোর বিষয়)। আমি আপনার প্রটেকশন চাই।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফ জাসদকে ‘হঠকারী’ দল হিসেবে মন্তব্য করে এদের একজনকে আবার মন্ত্রিত্বও দেওয়া হয়েছে, যার প্রায়শ্চিত্ত আওয়ামী লীগকে আজীবন করতে হবে।

এ সময় ফিরোজ রশীদকে উদ্দেশ্য করে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হচ্ছে, বাজেট আলোচনা চলার সময় পয়েন্ট অব অর্ডর দেবো না। পয়েন্ট অব অর্ডারে আপনারা চেহারা দেখানোর বক্তব্য দিতে গিয়ে কিছু স্পর্শকাতর কথাবার্তা বলেছেন। টেলিভিশনে দেখানো বক্তব্যগুলো থাকবে। বাকিগুলো এক্সপাঞ্জ করা হলো।’

ফিরোজ রশীদের বক্তব্যের পর জাসদের মইন উদ্দীন খান বাদল এসময় ফ্লোর চাইলে স্পিকার ফ্লোর দিত অপরাগতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসময় সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না।

ইএইচএস /এপিএইচ/

আরও পড়ুন: 
ট্যানারি শিল্প স্থানান্তরে বারবার তাগিদ দেওয়া হচ্ছে‍: সংসদে শিল্পমন্ত্রী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ