X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
জঙ্গিবাদবিরোধী ফতোয়া

স্বাক্ষর করেছেন ১০ হাজার নারী আলেমও

চৌধরী আকবর হোসেন
১৭ জুন ২০১৬, ১৪:৪৫আপডেট : ১৭ জুন ২০১৬, ১৫:০৫

নারী আলেমদের স্বাক্ষরের চিত্র
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পরিচালিত লাখো আলেমের ফতোয়ায় অংশ নিয়েছেন নারী আলেমরাও। দেশের ৯ হাজার ৩শ ২০ জন নারী আলেমা স্বাক্ষর করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার ব্যবস্থাপনায় গৃহীত ‘একলক্ষ মুফতি, উলামা ও আইম্মাহর দস্তখত সম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতওয়া’য়। ফতোয়ার ভলিয়ম থেকে এ তথ্য জানা গেছে। আগামী শনিবার (১৮ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফতোয়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি ইসলামের দিক থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমদের ফতোয়া প্রদান ও গ্রহণ শুরু হয়। এক্ষেত্রে শোলাকিয়া ঈদগাহের খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে ১১ সদস্যের একটি দস্তখত কমিটি গঠিত হয়।গত ৩১ মে এই দস্তখত গ্রহণ কার্যক্রম শেষ হয়।

লাখো আলেমের ফতোয়া ও ফতোয়ার ৩০ খণ্ডের সারি
জানা গেছে, সারা দেশের নারী আলেমরাও জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় অংশ নিতে আগ্রহী ছিলেন। বিশেষ করে সিলেট বিভাগের মহিলা মাদ্রাসাগুলোয় এ নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়। মহিলা মাদ্রাসার মধ্যে রামপুরা জাতীয় মহিলা মাদরাসা, দুর্লভপুর দারুল হাদীস মহিলা মাদরাসা সিলেট, বারুতখানা দারুল হাদীছ মহিলা মাদরাসা উল্লেখযোগ্য।
স্বাক্ষরদাতাদের মধ্যে রামপুরা জাতীয় মহিলা মাদ্রাসার আলেমা তানজিলা আফরিন, উম্মে হাফছা, আমেনা, কুলসুম রিমা, খাদিজাতুল কুবরা, তানজিম তাসফিয়া দিনা, আনিকা আহাদ, ফাতেমা খাতুনসহ আরও অনেকের নাম রয়েছে। এই মাদ্রাসাটির প্রিন্সিপাল চরমোনাই পীরের ভাই মাওলানা মুসতাক আহমদ।
নরসিংদী জেলার কয়েকটি মহিলা মাদ্রাসার নারী আলেমদের মধ্যে রয়েছেন, আলেমা মোসা তৈয়্যবা, উম্মে সালমা, আমিনা, সুরাইয়া, মাকসূদা, তাসফিয়া, মুশফিকাসহ আরও অনেকের স্বাক্ষর।
ফতোয়ার ‘প্রসঙ্গকথা’য় মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ লিখেছেন, ‘সুখের বিষয় হলো, আমাদের মহিলাগণের মাঝেও বিপুলসংখ্যক আলিম ও মুফতির আবির্ভাব ঘটেছে। এই ফতওয়ায় মহিলা আলেমা ও মুফতিগণেরও দস্তখত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে বেশ সাড়াও পাওয়া গেছে। বর্তমান বিশ্বে এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ নয়া সংযোজন।’
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার রাতে মাওলানা মাসঊদ বলেন, ‘এটা আশার কথা, জাতির জন্য পাওয়ার কথা, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের আলেমারাও সচেতন। এই সচেতনতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় গৌরবের।
এসটিএস/এপিএইচ/আপ: এএইচ/

 

এ বিষয়ে আরও খবর

জঙ্গিবাদ ও আত্মঘাতী হামলা হারাম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা